চোখে অ্যালার্জির সমস্যায় জর্জরিত ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ঔষধ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , পল্লব : চোখের অ্যালার্জি বা অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস হল একরকম চোখের ব্যধি যা হলে চোখের কনজিঙ্কটিভাতে প্রদাহ হয়ে থাকে। চোখের অ্যালার্জি মূলতঃ ব্যক্টিরিয়া সংক্রামিত কনজাঙ্কটিভাইটিসের থেকে কিছুটা আলাদা হয়। চোখের অ্যালার্জি সাধারণত গরমকালে হয়ে থাকে। হোমিওপ্যাথিতে এর কিছু চিকিৎসা রয়েছে। ওই অ্যালার্জির লখণ দেখা দিলে কি কি ওষুধ দেওয়া যায় নীচে বর্ণিত হল —-

১. অ্যাপিস মেল তীব্র ও যন্ত্রণাদায়ক অ্যালার্জি গুলোর চিকিৎসা করে।চোখের চারপাশ ফুলে থাকে,চোখের পাতাও ফুলে যায়। চোখের জলজ স্রাব বেরিয়ে আসে।

২. চোখ থেকে অনেক সময় অ্যাসিডিক কিছু বা ঝাঁঝালো কিছু নির্গমণ হয়,যার ফলে চোখে জ্বালা করে, প্রদাহ হয়, চোখ দিয়ে জল বের হয়। এইরকম হলে ইউফ্র্যাসিয়া নামক হোমিওপ্যথিক ওষুধটি ব্যবহৃত হয়।

আরো পড়ুন : – ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে, ভারত শুধরে যাবে’ ! মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ ঢাকার অধ্যাপকের

৩. চোখ দিয়ে প্রচুর পুঁজ বের হলে আর্জেন্টাম নিট্রিকাম হোমিওপ্যথিক ওষুধটি ব্যবহৃত হয়।এরকম ক্ষেত্রে রোগীর ফটো ফোবিয়া হয়। চোখের ভিতর ছোটো ছোটো টুকরো হয়ে ভেঙ্গে যাচ্ছে মনে হয়।এবং এতে কনজাঙ্কটিভা স্ফীত হতে পারে।

৪. যখন মনে হয় চোখে অন্য কিছু পড়েছে ,কিছু ধুলোর মতন পড়ে আছে, চোখে ব্যথা করে এবং লাল হয়ে যায় তখন রুটা হোমিওপ্যথিক ওষুধটি ব্যবহার করা হয়।

৫. যখন চোখ দিয়ে একটা হলুদ মতন পাতলা স্রাব বের হয়, চোখে জ্বালা করে এবং চুল্কায়, চোখের পাতা গুলো মনে হয় দানা বেঁধে আছে, তখন পালসাটিলা নামক হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে। #End

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন