Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সশস্ত্র সীমা বলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত সশস্ত্র সীমা বলে ১৫২২ জন ছেলে মেয়ে নিচ্ছে। বিভিন্ন ট্রেডে অর্থাৎ কনস্টেবল , ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট , গার্ডেরনার , কুক , বারবার , সাফাইয়ালা ইত্যাদি পদে লোক নিচ্ছে।
দেখুন কারা কোন পদে যোগ্য —
১. কনস্টেবল (ড্রাইভার) — মাধ্যমিক পাস ছেলেরা গাড়ি চালানোর লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছর। শূন্যপদ ৫৭৪ টি।
২. কনস্টেবল ( ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ) — বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক পাসরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। শূন্যপদ ২১ টি।
৩. কনস্টেবল (ভেটেনারি ) — বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক পাসরা কোনো ভেটেনারি হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। শূন্যপদ ১৬১ টি।
৪. কনস্টেবল (আয়া) — বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক পাস মেয়েরা রেড ক্রস সোসায়াটির কোনো সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। শূন্যপদ৫ টি।
৫. কনস্টেবল (কার্পেন্টার , প্লাম্বার , পেইন্টর ) — মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। কাজের অভিজ্ঞতা ১ বছর থাকতে হবে।
৬. এছাড়া কুক , সাফাইওয়ালা , বারবার , কবলার ইত্যাদি পদে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।
এছাড়া অন্যান্য পদ ও বিশদ জানতে লগইন করুন https://ssbrectt.gov.in/। আবেদন করবেন ২৬শে সেপ্টেম্বরের মধ্যে। আবেদন ফি ১০০ টাকা। তপসীলি ও মহিলাদের কোনো ফি লাগবে না ।
Highlights
1. সশস্ত্র সীমা বলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
2. লগইন করুন https://ssbrectt.gov.in/
#SSB #JOB