আবার চীনকে আরও বড় ঝটকা দিলো ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার চীনকে আরও বড় ঝটকা দিলো ভারত। ভারত সরকার দ্বারা সঞ্চালিত তেল কোম্পানি গুলো চীনের কোম্পানি দ্বারা সঞ্চালিত অথবা তাঁদের মালিকাধিন তেল ট্যাঙ্কারের বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ চীনের সাথে ব্যবসায়িক গতিবিধি বন্ধ করার জন্য গত মাসে নেওয়া নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে। জানিয়ে দিই, ভারত আর চীনের মধ্যে লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় চলা বিবাদের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। ফলে চীনকে আরো কোনঠাসা করলো ভারত।

india-china

উলেখ্য তেল কোম্পানি গুলোর কাছে প্রথম থেকেই বৈদেশিক টেন্ডারে ভারতীয় জাহাজের পক্ষে ফাস্ট রাইট অফ রিফিউজালের অধিকার আছে। এর অধীনে, যদি ভারতীয় ট্যাঙ্কারগুলি বিদেশী জাহাজগুলির বিজয়ী বিডের সমান হয়, তবে তাদেরকে চুক্তি দেওয়া যেতে পারে। ভারত সরকারের এই সর্বশেষ সিদ্ধান্তের ফলে, চীনের সাথে যেই জাহাজের সম্পর্ক রয়েছে এমন প্রতিটি জাহাজ ব্যবসার দিক থেকে সুযোগের বাইরে থাকবে।

তবে এই সিদ্ধান্ত তেল সংস্থাগুলির ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না কারণ এ জাতীয় জাহাজে চীনা জাহাজের সংখ্যা খুব কম। বলে দিই, ভারত সরকারে সূচনা মন্ত্রালয় চীনের ৫৯ টি অ্যাপকে আগেই নিষিদ্ধ করেছে। এরপর সরকার আরও একটি আদেশ জারি করে চীনের আরও ৪৭ টি ব্যান করে দিয়েছে। ওই ৪৭ টি চাইনিজ অ্যাপ চীনের প্রথমে ব্যান করা ৫৯ টি অ্যাপের সমতুল্য ছিল|

Highlights

1. আবার চীনকে আরও বড় ঝটকা দিলো ভারত

2. চীনের প্রথমে ব্যান করা ৫৯ টি অ্যাপের সমতুল্য ছিল

#INDIA #China

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন