Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চোখ রাঙাচ্ছে বুমেরাং ভূমিকম্প। এবার আটলান্টিক মহাসাগরের নীচে একটি অত্যন্ত বিরল বুমেরাং ভূমিকম্প চিহ্নিত করলেন বিজ্ঞানীরা। করোনা আবহের মাঝেই ফের বিশ্ববাসীর জন্য খারাপ খবর। চোখ রাঙাচ্ছে ‘বুমেরাং’ ভূমিকম্প। এই ভূমিকম্পের জেরে রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। লন্ডনের সাদাম্পটন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি দল ২৯ শে আগস্ট, ২০১৬ সালে ৭.১ ম্যাগনিটিউডের এমন একটি বুমেরাং ভূমিকম্পের মাত্রা সফল ভাবে রেকর্ড করে। সম্প্রতি গবেষণাটি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা মনে করছেন, বর্তমানে এই ভূমিকম্প জলের তলায় অবস্থান করছে। কিন্তু যদি একই ধরনের ভূমিকম্প মাটিতে হয় সে ক্ষেত্রে এরফলে মারাত্মকভাবে ভূপৃষ্ঠ কেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে। এমন কি ক্ষতি হতে পারে অনেক বেশি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বুমেরাং ভূমিকম্পে যে গতিতে তরঙ্গ আসে, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ভূমিকম্পের তরঙ্গ উৎসমুখে ফিরে যায়। ফলে ক্ষয়ক্ষতি সম্ভাবনা বিশাল।
এই ভূমিকম্প জলের তলায় হয়েছে। গবেষকদের বক্তব্য, যদি মাটিতে একই ধরণের ভূমিকম্প ঘটে, তবে এরফলে ভূপৃষ্ঠ মারাত্মক ভাবে কেঁপে উঠবে এবং ক্ষতিও হবে অনেক বেশি। বিজ্ঞানীদের বক্তব্য, আরও কয়েকটি বুমেরাং ভূমিকম্প -র খোঁজ এই সম্পর্কিত গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তাতে ভবিষ্যৎ ভূ-কম্পন সম্পর্কে পূর্বাভাস দেওয়া যেতে পারে।
Highlights
1. চোখ রাঙাচ্ছে মহাসাগরের নীচে ভয়ংকর ভূমিকম্প
2. কয়েকটি বুমেরাং ভূমিকম্প -র খোঁজ এই সম্পর্কিত গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে
#ভূমিকম্প #সাদাম্পটন ইউনিভার্সিটি