Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- পিতৃদোষ থাকলে আপনার উন্নতিতে বাধা , জীবনে কলহ , কর্মে বাধা , স্বাস্থ্যের অবনতি ইত্যাদি হয়ে থাকে। এই পিতৃদোষ থেকে মুক্তি পেতে অমাবস্যায় কিছু উপায় পালন করতে পারেন। শাস্ত্রে কথিত আছে, অমাবস্যায় পিতৃপুরুষদের নামে অন্নদান ও বস্ত্র দান করে পিতৃপুরুষদের খুশি করা হয়। সম্ভব হলে প্রতি অমাবস্যায় কোনো গরীব বা অভাবী মানুষকে খাবার দেওয়া উচিত। অমাবস্যায় যেখানে একদিকে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, অন্যদিকে শিবের পূজা করারও বিধান রয়েছে। তাই ওই দিন ভোলে শঙ্করের পূজা করলে কার্লসর্পের প্রতিকারও ফলদায়ক হয়। আর অমাবস্যার দিন ভগবান শিবের রুদ্রাভিষেক করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ হয়।
এছাড়াও সহজ প্রতিকার :-
১. অমাবস্যার দিন সন্ধ্যায়, একজন ভাল পুরোহিতকে ডেকে বাড়িতে যজ্ঞ করান।
২. অমাবস্যার দিন মাছকে ময়দার বা আটার গুলি খাওয়ান।
৩. অমাবস্যার দিন কালো পিঁপড়াকে চিনি মেশানো আটা খাওয়ান।
৪. অমাবস্যা তিথি মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিনে পিতৃপুরুষদের দান করুন।
৫. অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজো করুন এবং গাছে পৈতা এবং অন্যান্য উপাসনা সামগ্রী নিবেদন করুন। এর পরে, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ, ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ জপ করে গাছটিকে সাতবার প্রদক্ষিণ করুন এবং আপনার মনের ইচ্ছের কথা বলুন। এই অশ্বত্থ গাছ আপনি নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।