ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির চাবিকাঠি এসেনশিয়াল অয়েল , জেনেনিন সঠিক ব্যবহার

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ত্বকের উজ্জ্বলতা ও আদ্রতা ধরে রাখা খুবই কঠিন। ত্বকের উজ্জ্বলতা ও আদ্রতা ধরে রাখার জন্য কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল যথেষ্ট। আপনি ভাবছেন এটা কিভাবে সম্বভ , এসেনশিয়াল অয়েলের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি এসিড ত্বকের পুষ্টি যোগায় ও ত্বককে হাইড্রেটে রাখে ও ত্বককে স্বাস্থ উজ্জ্বল রাখতে সাহায্য করে। তবে বেশির ভাগ মানুষ জানেন না কিভাবে এই এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন। ভালো ত্বক পাবার জন্য সঠিক নিয়ম জানা অবশ্যক।

বিভিন্ন ধরণের এসেনশিয়াল অয়েল পাওয়া যায় যেমন – ক্যালেনডুলা অয়েল , সুইট আমন্ড অয়েল , জোজোবা অয়েল , আরগান অয়েল ইত্যাদি। এছাড়াও মধ্যবিত্তের সব সময়কার সঙ্গী হলো নারকেল তেল যা এসেনশিয়াল অয়েল হিসাবে বেশ উপকারী।

essential-oil

নারকেল তেল হলো ন্যাচারাল আন্টি মাইক্রোবিয়াল , আন্টি -ফাংগাল ও ময়শ্চারাইজিং এর গুন রয়েছে নারকেল তেলে। নারকেল তেল শুস্ক ত্বকের জন্য খুবই উপকারী। তবে যাদের ত্বক তৈলাক্ত তাদের নারকেল তেল মাখা বারণ।

জোজোবা অয়েল ত্বকের জেল্লা বাড়াতে খুবই উপকারী। আরগান অয়েল ত্বককে ময়শ্চারাইজ করে ও ত্বকের কালো দাগ ছোপ দূরকরে। আরগান অয়েল চটচটে না হওয়ায় ত্বকে ভালো ভাবে মিশে যায়। আমাদের শুস্ক ত্বককে শায়েস্তা করতে ক্যালেনডুলা অয়েল এর জুড়ি মেলা ভার।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন