Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তুশাস্ত্র মতে, আমাদের ঘরের রং কী হওয়া উচিত, কোন রং আমাদের রান্নাঘরের জন্য উপযুক্ত আর বসার ঘরের রং কী হওয়া উচিত ? শোওয়ার ঘরের রং কী হওয়া উচিত যাতে দাম্পত্য কলহ মিটে যায়? শিশু যাতে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে, তার জন্য তাদের ঘরের রং কী হওয়া উচিত ? আসুন দেখে নিই, বাস্তুশাস্ত্র এ ব্যাপারে কী বলে।
রান্নাঘর: প্রথমেই জেনে নেওয়া যাক, রান্না ঘরের রং কী হওয়া উচিত ? কারণ রান্নাঘরে আমাদের খাবার তৈরি হয়। যে খাবার খেয়ে আমরা আমাদের কাজের জন্য শক্তি পাই। তাই রান্না ঘরের রং অবশ্যই বাস্তুশাস্ত্র মতে হলে, সেটা আমাদের জীবনে একটি শুভ প্রভাব ফেলতে সক্ষম হবে। এমনটিই মনে করে বাস্তু শাস্ত্র। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্না ঘরের রং হলুদ হওয়া ভালো। রান্নাঘর যদি দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত হয়, তাহলে খুবই ভালো।
শোওয়ার ঘর : দম্পতির শোওয়ার ঘর সব সময় দক্ষিণ-পশ্চিমে হওয়া উচিত। দক্ষিণ-পশ্চিমে শোওয়ার ঘরের রং অবশ্যই নীল রঙের হওয়া উচিত। তবে নতুন বিবাহিত দম্পতিদের ঘরের রং হালকা যেমন হলুদ, হালকা গোলাপি রঙের হলে আরও বেশি ভালো হয়।
বসার ঘর আর পূজার ঘর : আমাদের যেটি বসার ঘর, সেই ঘরের রং বাস্তুশাস্ত্র অনুযায়ী সাদা হওয়া খুবই ভালো। আর পূজা ঘরের রং অবশ্যই হলুদ হওয়া উচিত। তবে মনে রাখতে হবে, পূজা ঘরের স্থান যেন বাড়ির ঈশান কোণে হয় এবং লাল রংকে এখানে অবশ্যই পরিত্যাগ করতে হবে।
পড়ার ঘর: বাস্তুশাস্ত্র অনুযায়ী, শিশুদের পড়ার ঘর পূর্বদিকে হলে খুবই ভালো এবং ঘরের রং হালকা সবুজ, নীল বা ক্রিম রঙের হলে খুবই ভালো।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।