কাশির চিকিৎসায় হোমিওপ্যাথির ম্যাজিক মেডিসিন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , পল্লব : কাশির চিকিৎসায় হোমিওপ্যাথিক ম্যাজিক মেডিসিন গুলি কি কি —

★ কাশি, মোটেই থামছে না, ধমকের পর ধমক চলতেই থাকে —– কুপ্রাম মেটালিকাম ২০০, ২ ডোজ – ৬ ঘন্টা অন্তর

কাশির ধমক একচোট চলার পরে সামান্য সময় গ্যাপ দিয়ে –আবার ধমক, সামান্য সময় গ্যাপ দিয়ে আবার ধমক —- যদি তিনবার ধরে চলতে থাকে —-কুপ্রাম মেট

★ কাশি, ধমকের পর ধমক চলতে চলতে মাঝখানে সামান্য সময়ের জন্য বিরতি বা গ্যাপের পরে আবার ধমকের পর ধমক, বিশেষ করে মাঝ রাত্রির পরে কাশির বৃদ্ধি — ড্রসেরা ৩০ , ১ ডোজ।

★ যদি ঐ রকম দুই বার ধরে চলতে থাকে —– মার্ক সল, ফসফরাস,

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

★ কাশি– খালি গায়ে বাড়ে, জামা কাপড়, চাদর বা বেডসিট গায়ে দিলে কমে —- হিপার, রাস টকস, রিউমেক্স,

★ সব রকম বাদ্যযন্ত্রের শব্দে কাশি বাড়ে —- এ্যাম্ব্রাগ্রিসিয়া,

★ বাচ্চাদের কৃমিজনিত কাশি — ইন্ডিগো,

★ সকালে ঘুম থেকে উঠার পরেই অনবরত কাশি, মুখ থেকে সুতার মতন লম্বা হয়ে সর্দি উঠে, আর তখনই একটু কমে, যতক্ষন না সুতার মতন কফ বা সর্দি না বেরুবে, কাশি চলতেই থাকবে —- কক্কাস ক্যাকটাই,

★ কাশি– শুলে বাড়ে — কোনিয়াম, হায়োসিয়ামাস, পালস,

★ কাশি শুলে কমে—- ক্যালি বাই, ম্যাঙ্গেনাম এ্যাসেটিকাম, সোরিনাম,

★ কাশির শব্দ সেইরকম, গরু বা মহিষের শিং দিয়ে তৈরী শিঙা বা ফিঙে বাজালে যেমন শব্দ হয় —- ভার্বাসকাম,

★ কাশি শুষ্ক —-এত শুষ্ক যে স্টেথো দিয়ে শব্দ শুনলে মনে হয়— করাত দিয়ে কেউ কাঠ কাটছে। —– সাঁই সাঁই করে শব্দ হয় —- স্পঞ্জিয়া,

★ কাশির ধমকে প্রস্রাব বেরিয়ে যায়, তা সে বাচ্চা, বড় সবার ক্ষেত্রেই — কষ্টিকাম, নেট্রাম মিউর, ফসফরাস, পালসেটিলা, স্কুইলা,

★ কাশি কুকুরের ডাকের মতন বিশ্রী, কর্কশ—- বেলেডোনা, ড্রসেরা,

★ যত কাশি হয়, বাচ্চারা তত কাঁদে—– আর্ণিকা,

★ কাশি ঘুমের মধ্যে বেশী হয় —-ক্যামোমিলা,

★ কাশি হামের পর থেকে চলতে থাকে — ড্রসেরা, পালসেটিলা, মর্বিলিনাম, স্টিকটা,

★ কাশি মদ্যপানে বাড়ে —- জিঙ্কাম মেট #End

আরো পড়ুন : – ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে, ভারত শুধরে যাবে’ ! মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ ঢাকার অধ্যাপকের

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন