বড় জয় ভারতের , পাকিস্তানকে বড় ঝটকা দিলো সৌদি আরব

By Bangla news dunia Desk

Published on:

Bnagla News Dunia, অজয় দাস :- এবার পাকিস্তানকে বিরাট ঝটকা দিলো সৌদি আরব। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বসে সৌদি আরবকে তীব্র ভাবে আক্রমণ করেন ,আর তাতেই চটে যায় সৌদি প্রিন্স। সৌদি পাকিস্তানকে দেওয়া ২ বিলিয়ন ডলারের ঋণ এর মধ্যে এক বিলিয়ন ডলার আগেই চেয়ে নিয়েছে। পাকিস্তান সেই ১ বিলিয়ন ডলার আবার চীনের কাছ থেকে ঋণ নিয়েছে।

কিন্তু সৌদি প্রথম কিস্তির ১ বিলিয়ন ডলার নিয়েই ক্ষেন্ত থাকেনি। সৌদি পাকিস্তানের কাছে আবারো বাকি ১ বিলিয়ন ডলার শোধ করতে বলেছে। মূলত ৫ অগাস্ট ২০১৯ এ ভারতের সংবিধানে সংশোধন করে কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে পাকিস্তান এই বছর ৫ অগাস্ট কালা দিবস পালন করেছে।

India-Pakistan

পাকিস্তান ইসলামিক সংগঠনের ( islamic organization of cooperation ) সাহায্যে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলো। ইসলামিক সংগঠনের শীর্ষে সৌদি অবস্থিত। কারণ বিশ্বের ইসলামিক দেশ গুলির মধ্যে সৌদি সবচেয়ে ধনী ও শক্তিশালী। যে খানে বিশ্বের ১৮ শতাংশ তেল মজুত রয়েছে।

সৌদি আরব, পাকিস্তানের ভারত বিরোধী গতিবিধিতে সাহায্য না করায় পাকিস্তানের বিদেশ মন্ত্রী বলেন আমাদের সৌদিকে ছাড়াই চলতে হবে। এছাড়াও পাকিস্তানের সাথে টার্কির ( তুর্কি ) ভালো সম্পর্ক সৌদি ভালো ভাবে নিচ্ছে না। মূলত টার্কি মুসলিম বিশ্বে সৌদি আরবের জাগা নিতে চাইছে।

Imran Khan

পাকিস্তান IOC ( islamic organization of cooperation ) এর মঞ্চে ভারতের বিরোধিতা করার যে পরিকল্পনা করেছিল তা ভেস্তে যাওয়ায় পাকিস্তানের বিদেশ মন্ত্রী এই রকম ভাবে সৌদিকে আক্রমণ করেন। মুসলিম বিশ্বে ভারতের তৈরি হওয়া প্রবাভ তারই প্রমান দিচ্ছে। সমস্ত মুসলিম দেশ ও পাকিস্তানের চরিত্র সমন্ধে অবগত।

Highlights:- 

১. পাকিস্তানকে বিরাট ঝটকা দিলো সৌদি আরব

২. পাকিস্তানকে দেওয়া ২ বিলিয়ন ডলার ফেরত চাইলো সৌদি 

৩. IOC – র মঞ্চে আলাদা পড়লো পাকিস্তান। 

#IOC #pakistan #banglanews #internationalnews

Bangla news dunia Desk

মন্তব্য করুন