SIP-তে কিছু টাকা সেভিংস করুন , হয়ে জান কোটিপতি !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- SIP-তে কিছু টাকা সেভিংস করুন। কোটিপতি হওয়া শুধু স্বপ্ন নয় কিন্তু যা পূরণ হওয়া কঠিন ৷ মধ্যবৃত্ত চাকুরিজীবীদের জন্য এটা মোটেও সহজ কাজ নয় ৷ কিন্তু এখন কিছু  বিকল্প পথ রয়েছে যেখানে বিনিয়োগ করে সহজেই কঠিন স্বপ্ন পূরণ হওয়া সম্ভব ৷ অনেকে মনে করেন কম বিনিয়োগ করে বেশি টাকা লাভ করা যায় না ৷ কিন্তু তা একেবারে ভুল ধারনা ৷ কারণ দিনে মাত্র ১৬৭ টাকা সেভিংস করে সহজেই কোটিপতি হওয়া যেতে পারে। মিউচ্যুয়াল ফান্ডের SIP-র মাধ্যমে এটা হতেই পারেন ৷

SIP-তে লম্বা সময়ের জন্য বিনিয়োগের পরামর্শ হয় ৷ এর কারণ হচ্ছে তাহলে আপনি কম্পাউন্ডিংয়ের সুবিধা পেতে পারেন। যদি কোনো ব্যাক্তি ১৫ থেকে ২০ বছরের জন্য বিনিয়োগ করে থাকেন তাহলে শেষের দিকে কম্পাফডিংয়ের ফলে টাকা বেড়ে গিয়ে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় ৷ SIP-তে যদি বিনিয়োগ করা শুরু করলে বাধ্যতামূলক নয় যে নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করে যেতেই হবে ৷ আপনার যখন ইচ্ছে হবে তখন বিনিয়োগ বন্ধ করতে পারবেন ৷

তবে প্রতিদিন ১৬৭ টাকা সেভিংস করলে মাসে মোট ৫০০০ টাকা হয় ৷ প্রতি মাসে SIP-তে ৫০০০ টাকা বিনিয়োগ করুন। বছরে ১২ শতাংশ রিটার্ন দিলে আপনি ২৮ বছরে ১.৪ কোটি টাকা আয় করতে পারবেন। ৩০ বছরে আপনি ১.৮ কোটি এবং ৩৫ বছরে ৩.২৪ কোটি টাকার মালিক হতে পারবেন ৷ কিন্তু প্রত্যেক ছ’মাস বা প্রতি বছরে আপনার বিনিয়োগের উপর নজর রাখবেন ৷ ভাল রিটার্ন দিলে বিনিয়োগ জারি রাখুন ৷ কিন্তু মনের মতো রিটার্ন না পেলে বিনিয়োগ বন্ধ করুন বা অন্য জায়গায় স্থানান্তরিত করুন ৷

Highlights

1. SIP-তে কিছু টাকা সেভিংস করুন

2. ভাল রিটার্ন দিলে আর আপনার ভ্যালু বাড়লে ইনভেস্টমেন্ট জারি রাখুন

#SIP #সেভিংস

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন