‘ধর্ষকদের মালা পরানো’ দল যেন আরজি কর আন্দোলন দখল না করে, বার্তা জুনিয়র ডাক্তারদের

By Bangla news dunia Desk

Published on:

junior-doctor-to-march-sasthya-bhavan

Bangla News Dunia, দীনেশ :-  জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কোনও রাজনৈতিক দল যেন দখল করার চেষ্টা না করে। হাথরস, কাঠুয়া, উন্নাওতে যাঁরা ধর্ষকদের মালা পরিয়েছেন, তাঁরাই এ রাজ্যে ক্ষমতা দখলের জন্য আরজি কর আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন। নাম না করে বিজেপিকে নিশানা জুনিয়র ডাক্তারদের।

বুধবার আরজি কর থেকে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের তরফে বৈঠকে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতোরা।

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

জুনিয়র ডাক্তারদের নাম করে বিশেষ ওই রাজনৈতিক দল ভুয়ো খবর ছড়িয়েছে বলেও অভিযোগ দেবাশিস, অনিকেতদের। দেবাশিস বলেন, বিজেপির কয়েক জন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মহালয়ায় দিন নির্যাতিতার জন্য জুনিয়র ডাক্তারেরা তর্পণ করবেন বলে ভুয়ো খবর ছড়ান। ওই কর্মসূচির সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনও সম্পর্ক নেই, স্পষ্ট করে দেন। বিভাজনকামী যে কোনও রাজনীতিকে প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে এই আন্দোলন, বার্তা দিয়েছেন ডাক্তাররা।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর যে লিখিত নির্দেশিকা আদায় করা হয়েছিল, তা প্রতি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে প্রয়োগ করা হয়নি বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলকারী ডাক্তাররা । এই বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আবার আলোচনায় বসতে চান বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। কর্মবিরতি ওঠার পর অনেকে প্রতিহিংসামূলক কার্যকলাপের শিকার হচ্ছেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। নানা সময়ে যাঁরা ‘রাতদখল’ বা অন্য কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার না করলে আন্দোলন আরও তীব্র হবে, রাজ্য সরকারকে হুঁশিয়ারি ডাক্তারদের।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন