Bnagla News Dunia, দীনেশ দেব :- স্বামী ভীষণ ভালো মানুষ , এমনকি স্বামী ভীষণ ভালো বসেন , একদম ঝড়গা করেন না। এমনকি আমি কিছু ভুল করলেও তা ক্ষমা করে দেন। স্বামীর মধ্যে তার প্রতি রাগ নেই বললেই চলে। কিন্তু এমন স্বামীর থেকেও ডিভোর্স চাইলেন উত্তরপ্রদেশের এক মহিলা।
উত্তরপ্রদেশের সম্বল জেলায় ঘটেছে এমন ঘটনা। তাদের বিয়ে হয়েছে দেড় বছর হয়ে গেছে। কিন্তু তার পরেও স্বামীর থেকে ডিভোর্স চাইছেন ওই মহিলা। আদালতে মামলা যাওয়ায় ওই মহিলা বলেন স্বামী অত্যান্ত ভালো মানুষ হওয়ায় ও তাকে প্রচুর ভালোবাসায় সে অতিষ্ট হয়ে গেছেন। তাই তিনি বিচ্ছেদ চাইছেন।
আদালত থেকে তার এই আপিল খারিজ করে দেওয়া হয় এবং বলা হয় নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে। তবুও নাছোড় বান্দা ওই মহিলা তিনি তার সমস্যা নিয়ে পঞ্চায়েতের কাছে হাজির হন। তবে পঞ্চায়েত থেকেও তার এই সমস্যা সমাধান করতে পারেননি।
তবুও ওই মহিলা তার স্বামীকে ডিভোর্স দেবার জন্য নাছোড় বান্দা। ওই মহিলার কথায় তার স্বামী তার সাথে ঝড়গা করেন না , খুব ভালো বসেন ,বাড়ির সমস্ত কাজে তাকে সাহায্য করেন। এমনকি আমার কোনো ভুল হলেও তিনি ক্ষমা করে দেন। কিন্তু আমি এই রকম জীবন চাই না। তাই ডিভোর্স চাইছি।
স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন , তিনি সব সময় স্ত্রীর খেয়াল রাখেন , ভালো বাসতে চান , খুশি রাখতে চান। তিনি বলেন যাতে তাদের সম্পর্কটা নষ্ট না হয় তার জন্য প্রশাসনের থেকে সাহায্য চাইছি।
Highlights:-
১. স্বামীর ভালো বাসায় অতিষ্ট স্ত্রী।
২. স্বামীকে ডিভোর্স দিতে চান।
৩. স্বামী চান যেন তাদের সম্পর্কটা টিকে থাকে।
#banglanews #lifestyle #relationship #banglanewsdunia