তৃণমুল নেতা আরাবুল ইসলামের ‘চা চক্রে’ হামলা, অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে

By Bangla news dunia Desk

Published on:

1200-675-22552312-thumbnail-16x9-arabul

Bangla News Dunia, দীনেশ :- ফের ভাঙড়ের তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷ দলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আয়োজিত চা চক্রে হামলার অভিযোগ ৷ অভিযোগ উঠেছে দলেরই আর একটি অংশের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

দীর্ঘ পাঁচমাস জেলবন্দী ছিলেন ভাঙড়ে তৃণমূলের ‘দাপুটে’ নেতা আরাবুল ইসলাম ৷ গত জুলাই মাসে জেল থেকে মুক্তি পান তিনি । তারপর থেকে বাড়িতেই ছিলেন আরাবুল । বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা-চক্রের আয়োজন করেন তিনি ।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

সেই চা চক্রে হামলার অভিযোগ উঠেছে দলেরই আর এক অংশের বিরুদ্ধে ৷ অভিযোগ উঠেছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুলের অনুগামীদের একাংশের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খায়রুল ৷ তাঁর কথায়, “আমি এলাকায় ছিলাম না । আমার পঞ্চায়েতের কেউ ছিলেন না সেখানে ।” সেই সঙ্গে তাঁর অভিযোগ, “চা চক্র নয় ৷ এলাকায় তোলাবাজির ছক কষছিলেন আরাবুল । স্থানীয়েরা তা ভেস্তে দিয়েছেন ।”

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলেরহাট থানার পুলিশ । পুলিশ পৌঁছনর আগেই আরাবুল-সহ তাঁর অনুগামীরা এলাকা থেকে চলে যান ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি । এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে । রাজনৈতিক মহলের এক অংশের অনুমান, ফের হয়তো ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল শুরু হল ৷

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

 

 

 

 

 

আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন