হুকিং করে বিদ্যুৎ চুরি, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !

By Bangla news dunia Desk

Published on:

CM-Mamata

Bangla News Dunia, দীনেশ :-   বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিদ্যুৎ দপ্তর অভিযুক্তের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

অভিযোগ, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ নীলিমা দেব অধিকারীর স্বামী সুনীল দেব তাঁর দোতলা বাড়ির সামনের খুঁটি থেকে প্রকাশ্যে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয়রা কেউ প্রতিবাদ করার সাহস দেখাননি। দু’দিন আগে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ পেয়ে বিদ্যুৎ দপ্তরের লোকজন অভিযান চালায়। ২৪ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

তমলুক থানার পুলিশ অভিযোগের কথা স্বীকার করলেও এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। অভিযোগ অস্বীকার করে সুনীল বলেন, ‘কোনও বিদ্যুৎ চুরির সঙ্গে আমি জড়িত নই। বিজেপির লোকজন চক্রান্ত করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’ তাঁর দাবি, ‘অতি বৃষ্টির কারণে সামনের পুকুর ভর্তি হয়ে গিয়েছিল। অতিরিক্ত জল বের করার জন্য আমার অবর্তমানে পরিবারের এক সদস্য হুকিং করে পাম্প চালিয়েছিল। আমি কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নই।’

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ অন্যায় করে আইন মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।’ স্থানীয় বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, ‘বিদ্যুৎ চুরি করার পরেও তৃণমূল নেতা হওয়ায় পুলিশ গ্রেপ্তর করেনি।’

তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ চুরির একটা অভিযোগ জমা পড়েছে। তদন্তের আগে এই নিয়ে কিছু বলা সম্ভব নয়।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

 

 

 

 

 

আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন