Bangla News Dunia, দীনেশ :- ফিরল ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি। গাড়ি দুর্ঘটনার কবলে টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার সরফরাজ খানের ভাই মুশির খান। মুশির তাঁর বাবা নৌশাদ খানের সঙ্গে আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন মুশির। সঙ্গে তাঁর বাবা ছাড়াও দু’জন ছিলেন। পথে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
এই দুর্ঘটনায় নৌশাদ এবং বাকিদের খুব বেশি চোট লাগেনি। কিন্তু মুশিরের মাথায় চোট লেগেছে। তাঁর ঘাড়েও ব্যথা রয়েছে। তাঁর হাড় ভেঙেছে বলেও খবর। চিকিৎসকদের অনুমান, মুশিরের সুস্থ হতে কমপক্ষে ১৬ সপ্তাহ সময় লাগবে। রবিবার তাঁকে মুম্বই নিয়ে গিয়ে বাকি চিকিৎসা করানো হবে।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইরানি কাপ। এই কাপে মুম্বইয়ের হয়ে মাঠে নামার কথা ছিল ১৯ বছরের মুশিরের। সেই কারণেই বাবার সঙ্গে মুম্বই যাচ্ছিলেন বলে খবর। কিন্তু এই দুর্ঘটনার কারণে ওই ট্রফি খেলা আর সম্ভব নয়। এমনকি ১১ অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। সেখানেও দেখা যাবে না মুশিরকে।#End
আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি