Bangla News Dunia , পল্লব : রেশন দুর্নীতি মামলায় তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি, তাঁর ভাইসহ আরও ৮ জনের নামে চার্জশিট দিল ইডি। আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেন তাঁরা। চার্জশিটে দাবি করা হয়েছে, রেশন দুর্নীতিতে অন্তত ১ হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। এই দুর্নীতিতে গত অগাস্ট মাসে তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুলকে গ্রেফতার করেছিল ইডি।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
রেশন দুর্নীতি মামলার বিচার আলিপুর আদালতের সিবিআই আদালতে চললেও শনিবার সেই আদালত বন্ধ থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেন ইডির আধিকারিকরা। গত অগাস্টে দেগঙ্গায় অনিসুরদের চালকলে হানা দেয় ইডি। এর পর ইডির হাতে গ্রেফতার হন আনিসুর ও মুকুল। চার্জশিটে ইডি জানিয়েছে, আনিসুরদের চালকলের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ১.৫ কোটি টাকা গিয়েছে। এদিন যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে তাদের মধ্যে রয়েছেন ২ জন রেশন ডিলারও। অভিযোগ, আনিসুর ও মুকুলের সঙ্গে দুর্নীতি করেছেন তাঁরাও।
রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রধান ব্যবসায়িক সহযোগী বাকিবুর রহমান। তাদের বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে ইডি। #End