Bangla News Dunia, দীনেশ দেব :- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যোগগুরু রামদেবের ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাচ্ছেন। আর এই সাইকেল চালাতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। তিনি যখন সাইকেল চালাচ্ছিলেন তখন সেখানে একটি সর্ব ভারতীয় চ্যানেলের ক্যামেরা উপস্থিত ছিল। আর তাতেই ধরা পরে তার এই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাতে গিয়ে পরে গেছেন। মূলত বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় সাইকেল স্লিপ করে পরে যান। তবে তিনি তেমন ভাবে আহত হননি। বাবা রামদেবের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
Main aaj Nahi giraa.hamesha se he Gira hua hoon😌pic.twitter.com/CiW1CrtSad
— Baba🥃Rumdev (@HeeraTarantino) August 21, 2020