বেকারত্বের হারে শীর্ষে সিপিএম শাসিত কেরল !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

CPM

Bangla News Dunia , পল্লব : বরবারই অন্ন-বস্ত্র-বাসস্থানের পক্ষে সওয়াল করেছে বামেরা। এই তিন সমস্যার সামাধানে একমাত্র বামেরাই ভরসা বলে দাবিও করেন। আর বামশাসিত কেরলই বেকারত্বে শীর্ষে। এমনই তথ্য উঠে এল কেন্দ্রীয় সরকারের সমীক্ষায়।

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

কেমন চলছে অর্থনীতি ? কাজের বাজার কেমন ? এই ধরনের নানা তথ্য পেতে সমীক্ষা চালায় কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রক। ২০২৩-২৪ অর্থবর্ষের সেই সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এতেই উঠে এসেছে কেরলের বেকারত্বের তথ্য। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে কেরলে বেকারত্বের হার ২৯.৯ শতাংশ। লাক্ষাদ্বীপ কিংবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলে বেকরত্বের হারে দেশের মধ্যে শীর্ষে কেরল। ২০১৬ সাল থেকে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে বামেরা। ২০১৮ থেকে দেশের একমাত্র বামশাসিত রাজ্য কেরল। সেই রাজ্যেই বেকারত্বে শীর্ষে।

ভারতের দক্ষিণের রাজ্য কেরল। পশ্চিমে আরব সাগর। দক্ষিণে ভারত মহাসাগর। বন্দর, সমুদ্র নির্ভর নানা শিল্প রয়েছে। কেরল থেকে অনেকেই মধ্যপ্রাচ্যে কাজে যান। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশের মধ্যে বেকারত্বের হারে শীর্ষে কেরল। #Short News

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন