Bangla News Dunia , দীনেশ :- আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল আউশগ্রাম থানার পুলিশ ৷ অভিযোগ, বাড়ির উঠোনে ঘুমানোর সময় মহিলার সঙ্গে জবরদস্তি শুরু করেন ওই সিভিক ভলান্টিয়ার ৷ তারপর রাতে মহিলা আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের গ্রামে একটি সালিশিসভা বসেছিল দু’টি পরিবারের বিবাদকে কেন্দ্র করে ৷ গত ছ’মাস ধরে সেটি চলছিল ৷ শুক্রবার সকালেও সালিশিসভা বসে ৷ কিন্তু, সেখানে গিয়ে ওই সিভিক ভলান্টিয়ার জানান, সালিশিসভা করা যাবে না ৷ তিনি জানান, পুলিশের নির্দেশ আছে সালিশিসভার মতো বেআইনি কাজ করা যাবে না গ্রামে ৷
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !
সালিশিসভা বন্ধ করিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান ৷ এরপরেই তিনি অন্য এলাকায় গিয়ে আদিবাসী মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷ আদিবাসী মহিলা অভিযোগে জানিয়েছেন, শুক্রবার তাঁর বাড়িতে কেউ ছিল না ৷ তিনি বাড়ির উঠোনে একটি খাটে ঘুমাচ্ছিলেন ৷ সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার তাঁর সঙ্গে জবরদস্তি করেন ৷ ঘুমন্ত অবস্থায় তাঁকে জড়িয়ে ধরেন অভিযুক্ত ৷ ঘুম ভেঙে যেতেই তিনি নিজেকে বাঁচাতে ওই সিভিক ভলান্টিয়ারকে চড় মারেন ৷ মহিলা চিৎকার শুরু করলে, অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান ৷
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
অভিযোগে মহিলা জানিয়েছেন, এর আগেও ওই সিভিক ভলান্টিয়ার অশালীন আচরণ করেছিলেন ৷ তবে, গতকালের ঘটনা সব মাত্রা ছাড়িয়ে যায় ৷ এরপর রাতে ওই আদিবাসী মহিলা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করান আউশগ্রাম থানায় ৷ জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, “এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ জমা পড়েছে ৷ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ৷ আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷”
#End