Bangla News Dunia , পল্লব : বাত ব্যাথা লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ঔষধ —-
#কাঁধের , হাতের , কব্জির , গোড়ালির বাত, আক্রান্ত স্থান ফোলার আগে ব্যাথা। আক্রান্ত স্থান হতে ব্যাথা বুক পর্যন্ত যায় – Abrotanum ।
#তরুন বাত,আঙ্গুল আক্রান্ত , সাথে পেটের গণ্ডগোল – Antim Crud ।
#বাতে আক্রান্ত স্থান টেনে ধরার মতো যন্ত্রণা – Ammon Mur ।
#ব্যাথা একস্থান থেকে অন্যস্থানে সরে সরে বেড়ায়, এক গাঁট থেকে অন্য গাঁটে যন্ত্রণা, যন্ত্রণা বুক পর্যন্ত যায় – Colchicum ।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
#দুই হাঁটুর গাঁটে ও অঙ্গ প্রত্যঙ্গে , গাঁটের ভেতর মড়মড় শব্দ, গাঁট ও পেশি শক্ত ও আড়ষ্ট হয়ে থাকে – Angustura ।
#হাঁটু বা অন্য অস্থিসন্ধিতে বাত, আক্রান্ত স্থান শক্ত,লাল,চকচকে, গাঁট ফোলে, গরম হয়, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা, নড়াচড়াতে যন্ত্রণা বাড়ে, প্রচুর ঘাম হয় – Bryonia ।
#দাঁড়ালে বা সোজা হয়ে বসলে,নড়াচড়াতে ব্যাথার উপশম, পাছায়, কোমরে ব্যাথা। রাতে যন্ত্রনার বৃদ্ধি, নেফ্রাইটিস পীড়াসহ বাত – Radium ।
#কোমরের নিচের হাড়ের যন্ত্রণা, প্রতি ঋতু পরিবর্তনে শরীরে কামড়ানি, ব্যাথা – Calcarea Phos ।
#আক্রান্ত স্থান অসাড়, শক্ত যেন পেশি বাঁধা আছে, হাত পা বেঁকে যায়, খিঁচে ধরা বা টেনে ধরার মতো যন্ত্রণা – Causticum ।
#যন্ত্রণা কম বোধ হয় কিন্তু আক্রান্ত স্থানের শক্ত বা আড়ষ্ট ভাব যায় না – Colocynth.।
#হাত, হাতের আঙ্গুল, পায়ের তলা প্রভৃতির একস্থানে হঠাৎ বেদনা হয় ও তা ক্রমশ হাড়ে অনুভুত হয়। ব্যাথা একস্থানে থাকে না – Rhododendron ।
#বাত ক্রমশ ঊর্ধ্বাঙ্গ হতে নিচের দিকে নামে, বাম হাতের ওপর হতে আরম্ভ হয়ে নিচের দিকে নামে – Kalmia ।
#ইউরিক অ্যাসিড বাড়ার কারনে গাঁটের ব্যাথা ও যন্ত্রণা – Urtica Urens । #END