Bangla News Dunia , পল্লব : আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাত আপাতত হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। ফলে অস্বস্তি বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
শহর কলকাতায় দু’এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। তবে পুজোর আগে কেনাকাটার ক্ষেত্রে বাধা হবে না বৃষ্টিপাত। কারণ এ দিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে অবশ্য কলকাতায় বৃষ্টিপাত বাড়তে পারে। রবিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। ফলে চড়া রোদের কারণে অস্বস্তি আরও বাড়বে।
এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। #Short News