Bangla News Dunia , অমিত : আরজি কর হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসকের মৃত্যু মামলার শুনানি ছিল সোমবার। এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতে (Supreme Court) উঠে এল শর্টফিল্ম বিতর্ক (Short Film)। মহালয়ার দিন ওটিটিতে মুক্তি পাওয়ার কথা যে ছবির, তা বন্ধের জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপের আর্জি জানাল তিলোত্তমার আইনজীবী বৃন্দা গ্রোভার।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন রাখেন, ‘ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক।’ আইনজীবীর আবেদন শুনে প্রধান বিচারপতি বলেন, ‘ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে।’ এর জবাবে বৃন্দা পাল্টা বলেন, ‘সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি, ভিডিও আর যাতে না ছড়িয়ে পড়ে, সেই নজরদারির জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি-সহ তথ্য দেখলেই তা মুছে ফেলতে এই নোডাল অফিসার নিয়োগ জরুরি।’
প্রসঙ্গত উল্লেখ্য, মহালয়ার দিন অর্থাৎ বুধবার ‘আগমনী তিলোত্তমার গল্প’ নামে একটি শর্টফিল্ম মুক্তি পাওয়ার কথা ছিল। এই সিনেমার গল্প নাকি তিলোত্তমার ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। তবে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হওয়ায় ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতা প্রান্তিক চক্রবর্তী।