বাঙালি সাধারণ সম্পাদক পেতে চলেছে সিপিএম ? তুঙ্গে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

CPM

Bangla News Dunia , পল্লব : সিপিএমে একবারও ‘বাঙালি’ সাধারণ সম্পাদক হয়নি। এবার তা হতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে খবর মিলছে সূত্রে। এখন সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর সাধারণ সম্পাদক পদ শূন্য রয়েছে। প্রকাশ কারাতকে কো– অর্ডিনেটর করা হলেও শূন্যস্থান পূরণ করা হয়নি। আগামী এপ্রিলে হবে পার্টি কংগ্রেস। ততদিন পলিটব্যুরো দায়িত্ব সামলাবে। আর কো–অর্ডিনেটর হিসাবে কাজ করবেন প্রকাশ কারাত।

আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প

এই আবহে দু’‌দিনের পলিটব্যুরো বৈঠক হয়ে গিয়েছে। আর সিপিএমের একটা বড় সূত্রের খবর, দলের পলিটব্যুরোর সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে এই পদে আসীন হওয়া নিয়ে ভাবার জন্য সময় দেওয়া হয়েছে। রাজি হলে তিনিই হবেন পরবর্তী সিপিএমের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে ইতিহাসে প্রথমবার সিপিএম একজন ‘বাঙালি’ সাধারণ সম্পাদক পাবে।

মহম্মদ সেলিম ইংরেজি ভাল জানেন। দলের গঠনতন্ত্র নিয়ে সম্যক ধারণা আছে। একদা সাংসদ ছিলেন। সংসদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাই তাঁকে সাধারণ সম্পাদক করলে বাংলা এবং নয়াদিল্লি ও কেরল, ত্রিপুরা একসঙ্গে সামলানো যাবে। #Short News

আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !

আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন