Bangla News Dunia, অজয় দাস :- প্রাচীন কালে মানুষ তার ধন সম্পত্তি মাটির নিচে লুকিয়ে রাখতেন। তার উদাহরণ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পাওয়া যায়। তবে এবার ইজরায়েলে যখের ধন উদ্ধার হলো। ইজরায়েলের এক নির্মীয়মান বাড়ির নিচ থেকে একদল তরুণ – তরুণী এই ধন উদ্ধার করেন। তারা মাটি খুঁড়তেই বেরিয়ে আসে শত শত স্বর্ণমুদ্রা।
গত ১৮ আগস্ট ইজরায়েলের এন্টিকুইটিজ কর্তৃপক্ষের তরফ থেকে সেখানকার সাধারণ মানুষকে এই গুপ্তধন উদ্ধারের কথা জানানো হয়। খনন কাজের দায়িত্বে থাকা এক কর্তার থেকে জানা যায় যে ওই গুপ্তধন প্রায় ১১০০ বছর আগে কোনো প্রভাবশালী ব্যাক্তি মাটির নিচে পুঁতে ছিলেন। তবে তিনি ওই ধন বের করার বন্দোবস্ত ও ভালো করে করে ছিলেন। এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগে যেনো ওই গুপ্তধন স্থান্তরিত না হয় তার ব্যবস্থা ও করে ছিলেন।
মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন এই মুদ্রাগুলো ২৪ ক্যারেটের। যারা দাম বর্তমান সময়ে কয়েক কোটি টাকা। গুপ্তধন খোঁজা ওই তরুণদের মধ্যে একজন বলেন তিনি প্রথমে একটি পাতলা পাতার মতো জিনিস দেখেন। যখন তা ভালো করে পরক্ষ করেন তখন বুঝতে পারেন যে ওটা স্বর্ণমুদ্রা।
Highlights:-
১. মাটি খুঁড়তেই বেরিয়ে এলো শত শত স্বর্ণমুদ্রা।
২. প্রায় ১১০০ বছর আগের স্বর্ণমুদ্রা উদ্ধার ইজরায়েলে।
৩. এই স্বর্ণমুদ্রার আনুমানিক দাম কয়েক কোটি টাকা।
#banglanews #mudra #banglanewsdunia