Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা রুখতে বেশি কার্যকরী N-৯৫ মাস্ক। করোনা সংক্রমণ রুখতে প্রথম থেকে হু থেকে আইসিএমআর সবার মোট ছিল N-৯৫ মাস্ক। বিশ্বের সব দেশের মতো ভারতেও বারবার সরকারের তরফে নাগরিকদের N-৯৫ মাস্ক পরার কথা বলা হচ্ছে। মাঝে এই মাস্ক ব্যাবহার নিয়ে নানা রকম মতামত এলেও এবার করোনা রুখতে বেশি কার্যকরী এই মাস্ক, এমনটাই জানালেন একদল ভারতীয় গবেষকরা। তাঁদের মধ্যে ইসরোর গবেষকরাও রয়েছেন।
সেই গবেষক দলের প্রধান দুই বিশেষজ্ঞ ইসরোর পদ্মনাভ প্রসন্ন সিমহা ও কর্নাটকের শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ প্রসন্ন সিমহা মোহন রাও একই কথা জানিয়েছেন। তারা বলেছেন করোনার সংক্রমণ রুখতে অন্য যে কোনও মাস্কের থেকে বেশি কার্যকরী N-৯৫। করোনা হলো ড্রপলেট ইনফেকশন তাই হাঁচি বা কাশির মাধ্যমে নাক ও মুখ থেকে সূক্ষ্ম জলকণা নির্গত হয়, তার মাধ্যমেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ছড়ায়।
ফিজিক্স অফ ফ্লুইড নামের জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, হাঁচি বা কাশির মাধ্যমে যে ড্রপলেট নির্গত হয় তাকে সবথেকে বেশি রুখতে পারে এন-৯৫ মাস্ক। কোনো প্রকার মাস্ক না থাকলে ৩ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে জলকণা, এমনটাই জানিয়েছেন। তবে কিছু দিন আগে এন-৯৫ মাস্ক ব্যবহার নিয়ে অনেক গবেষক দ্বিমত ছিল কিন্তু গবেষণায় উঠে এসেছে অন্যান্য মাস্কের থেকে এই মাস্ক সংক্রমণ রুখতে বেশি কার্যকরী। তাই এন-৯৫ মাস্ক সম্ভব না হলে অন্য যে কোনও মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
Highlights
1. করোনা রুখতে বেশি কার্যকরী N-৯৫ মাস্ক
2. যে কোনও মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা
#N-৯৫ #মাস্ক #Corona #Health