ব্রণ দূর করার কার্যকরী ঘরোয়া উপায় ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্রণ দূর করার কার্যকরী ঘরোয়া উপায় ! কম বয়সীদের ব্রণর সমস্যা খুব ব্যাতিব্যাস্ত করে। অনেকের মুখে ব্রণর দাগ পড়ে যায়। অনেক ক্ষেত্রে নানা চিকিৎসা করে ব্রণ কমে না। আমাদের মুখের ত্বকের তৈলগ্রন্থিতে ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে লাল লাল ব্রণের আকার ধারণ করে। খুব ব্যাথা আর পুঁজ বেরোন তাছাড়া দাগ পড়ার সমস্যা হয়।

তাই বাজারের দামি কসমেটিক্স-র পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে।

দেখুন এক নজরে —

১. শশার রস ত্বকের তৈলাক্ততা দূর করে। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

২. শশার রস মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর।এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাদের সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে ও ব্রণ কমবে ।

৩. কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো বা লেই একত্রে নিয়ে এতে অল্প জল মিশিয়ে লেই তৈরি করতে হবে। মিশ্রণটি ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৪. দারুচিনি গুঁড়ার সাথে গোলাপজল মিশিয়ে লেই তৈরি করুন। এই পেস্ট ব্রণের ওপর লাগিয়ে আধ ঘন্টা পর ধুয়ে ফেলুন।

৫. পাকা পেঁপে চটকে নিন এক কাপ। এর সাথে এক চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো। মিশ্রণটি মুখে লাগান।

৬. টাটকা পুদিনা পাতা বেটে ব্রণের ওপর লাগিয়ে রাখুন ২০ মিনিট এরপর ধুয়ে ফেলুন।

এছাড়া প্রতিদিন ৯-১০ গ্লাস জল পান করুন। বাইরে থেকে এসে মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। আর যাদের  কোন কিছুতেই কাজ হচ্ছে না, তারা কোন অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন।

Highlights

1. ব্রণ দূর করার কার্যকরী ঘরোয়া উপায় !

2. প্রতিদিন ৯-১০ গ্লাস জল পান করুন

#ব্রণ #Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন