২০ কোটি বছর আগের গন্ডোয়ানা যুগের প্রাণী দেখতে চান, তবে পড়ুন এই প্রতিবেদনটি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

scutigeromorpha

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০ কোটি বছর আগের কথা। তখন এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা একটিই ভূখণ্ড ছিল। সে সময় ছিল গন্ডোয়ানা ল্যান্ড। যা পরে ভেঙে যায়। জলভাগ দিয়ে আলাদা হয়ে যায় ভূখণ্ডগুলি।

বর্তমানের ভারতও সেই সময় আলাদা হয়েছিল। সে সময় এখনকার যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা রয়েছে সেখানে অনেক প্রাণি ঘুরে বেড়াত। এবার ফিরে আসা যাক বর্তমান সময়ে।

আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা

এই পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালায় একধরনের কেন্নো গোত্রের প্রাণির দেখা মেলে। যাকে বলা হয় স্কুটিজেরোমর্ফা। এগুলির পাগুলো একটু ছড়ানো। হঠাৎ দেখে মাকড়সার প্রকার মনে হতে পারে। কিন্তু আদপে তা নয়। বরং এগুলি কেন্নোর প্রকার।

বিশেষজ্ঞেরা মনে করছেন এই প্রাণি ২০ কোটি বছর আগে যখন গন্ডোয়ানা ল্যান্ড ছিল সে সময় থেকে রয়েছে। তারপর এই এত বছর ধরে তার পরিবর্তন হয়েছে। কিন্তু তা রয়ে গেছে আজও।

মনে করা হয় ভারতীয় উপকূল ধরে যে ভূখণ্ড রয়েছে তা বহু প্রাচীন। সেখানে অনেক ধরনের প্রাণির বাস। যারা ৬০ থেকে ৬৫ লক্ষ বছর আগে থেকে এখানে ঘুরে বেড়াতে শুরু করেছিল।

কিন্তু ২০ কোটি বছর ধরে অস্তিত্ব টিকিয়ে রাখা কোনও প্রাণির খোঁজ অবশ্যই চমকে দেওয়ার মত। জার্নাল অফ বায়োজিওগ্রাফি-তে এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকেরই অবিশ্বাস্য ঠেকছে এই প্রাণির কথা। যা গন্ডোয়ানা যুগেও ছিল, এখনও আছে। এখনও এই প্রাণির দেখা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়।

 

আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন