Bangla News Dunia, দীনেশ দেব :- আমরা নিয়মিত ২ থেকে ৪ লিটার জল পান করি। কিন্তু আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই প্লাস্টিকের বোতলে জল পান করে থাকি। আমরা কোথাও ঘুরতে গেলে বা বাড়িতে বা অফিসে প্লাস্টিকের বোতলেই জল পান করে থাকি। আবার কোথাও ঘুরতে গেলে সাথে জলের বোতল নিতে ভুলে গেলে বাইরে দোকান থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনেনি।
কিন্তু জানেন কি এই প্লাস্টিকের বোতলের জল আমাদের শরীরে প্রতিনিয়ত বিষক্রিয়ার সৃষ্টি করছে। গবেষকরা জানিয়েছে এই প্লাষ্টিক বোতল বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। বলে রাখি প্লাষ্টিক , পেট্রো কেমিক্যাল থেকে তৈরি হয়। এই প্লাস্টিকের বোতলে আপনি যখন জল রাখেন আর তা যদি গরমের বা সূর্যের সংস্পর্শে আসে তখন ওই বোতল থেকে বিভিন্ন প্রকার কেমিক্যাল বেরিয়ে জলের সাথে মিশে যায়।
আর এই কেমিক্যাল মিশ্রিত জল আমরা নির্দ্বিধায় খেয়ে থাকি। আপনি যেই মিনারেল ওয়াটারের বোতলটি দোকান থেকে কিনে খাচ্ছেন সেই বোতলটি হয়তো কয়েক দিন আগে তৈরি হয়েছে এবং ওই বোতলটি বিভিন্ন সময় রোদ ও গরমের সংস্পর্শে এসেছে। কারণ আমাদের দেশ এই গরম প্রধান দেশ। আর এই গরমের ফলেই ওই বোতল থেকে কেমিক্যাল জলে মিশে যেতে পারে।
আর এই প্লাস্টিকের বোতলে জল খাবার ফলে আমাদের শরীরে অবাঞ্চিত কেমিক্যাল প্রবেশ করতে পারে। যার ফলে শরীরে গ্যাস্টিকের সমস্যা , থাইরয়েড , ডায়রিয়া , হৃদরোগ এর সাথে সাথে আরো বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
প্লাস্টিকের বোতলের পরিবর্তে কি ব্যবহার করবেন :-
প্লাস্টিকের বোতলের পরিবর্তে আপনি স্টীলের বোতল ব্যবহার করতে পারেন। এই বোতল থেকে কোনো প্রকার কেমিক্যাল নির্গত হবার ভয় নেই। এই বোতল আপনি বিভিন্ন লোকাল দোকানে বা অনলাইন বিভিন্ন স্টোরে পাবেন। যার দাম ২৫০ – ৪০০ র মধ্যে ভালো বোতল পাবেন।
তাই আজই আপনার বাড়ির সমস্ত প্লাস্টিকের বোতল দূর করুন। এবং স্টিল বা পিতলের বাসনে জল পান করার ব্যবস্থা করুন।
Highlights:-
১. আপনি কি প্লাস্টিকের বোতলে জল পান করেন ?
২. শরীরে বিভিন্ন রজার সৃষ্টি করতে পারে প্লাস্টিকের বোতল।
৩. প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে গ্যাস্টিকের সমস্যা , থাইরয়েড , ডায়রিয়া , হৃদরোগ ও আরো বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
৪. প্লাস্টিকের বোতলের পরিবর্তে ষ্টীল বা পিতলের বোতল ব্যবহার করুন।
#banglanews #healthtips #plasticbottol #banglanewsdunia #health