রাজ্যে ৫৫০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্যে ৫৫০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনলাইন ব্যবস্থা আরো মজবুত করার জন্য রাজ্য সরকার অনলাইন সহায়তা কেন্দ্র। তারপর সেখানে চুক্তি ভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে রাজ্য সরকার। সারা বাংলায় মোট ২ হাজার ৭১১ টি অনলাইন সহায়তা কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার।

প্রতিটি কেন্দ্রে অন্তত ২ জন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ রাখা হবে। এই নিয়োগের দায়িত্ব দেয়া হতে পারে ওয়েবেল টেকনোলজি লিমিটেড সংস্থা কে। এই মর্মে চিঠি দেয়া হয়েছে প্রত্যেক জেলার জেলা শাসক দের। এছাড়া এই প্রকল্পের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরও। তবে কর্মী নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড সংস্থার উপর।

job

ওয়েবেল টেকনোলজি লিমিটেড রাজ্য সরকারকে জানিয়েছে যেখানে যেখানে অনলাইন সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে সত্তরে কর্মী নিয়োগ সেরে ফেলা হতে পারে। যেখানে সহায়তা কেন্দ্র নেই সেখানে দ্রুত সেটা তৈরী করে নিয়োগ চালু করে হবে। এই প্রকল্পে ৯৫ হাজার টাকা বরাদ্ধ। প্রতিটি কেন্দ্রে কম্পিউটার , স্ক্যানার , প্রিন্টার , ইন্টারনেট ও আসবাব পত্র থাকবে। স্থানীয়  বিডিও , পঞ্চায়েত , স্বাস্থ কেন্দ্র ও লাইব্রেরি ও অন্য সরকারি জায়গায় সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে।

গ্রাম গঞ্জের সকল সাধারণ মানুষকে সমস্ত অনলাইন ভিত্তিক কাজে কেন্দ্র থেকে সহায়তা করা হবে। তবে খুব স্বল্প ফি -র বদলে। এই ক্ষেত্রে নিয়োগ খুব তাড়াতাড়ি শুরু হবে। অনলাইন মারফত ও পেপারে সব জানিয়ে দেয়া হবে।

Highlights

1. রাজ্যে ৫৫০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

2. অনলাইন মারফত ও পেপারে সব জানিয়ে দেয়া হবে

#JOB #Bengal

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন