Bangla News Dunia, দীনেশ দেব :- সময়ের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে। মানুষের শরীরের সাথে সাথে বুদ্ধির ও বিকাশ ঘটেছে। তাই মানুষ আজ বিশ্ব সংসারে শ্রেষ্ট আসন দখল করেছে। এই বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। এটা অবশ্য মানুষ নিজেকে নিজেই দিয়েছে।
তবে বর্তমানে প্রচুর ঘটনা দেখা যায় যে একটি প্রাণীও তার বুদ্ধির দ্বারা অনেক কাজ করে নেয়। ঠিক তেমনটাই দেখা গেলো একটি বকের মধ্যে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বক একটি খাবারকে জলের মধ্যে ছুড়ে মারছে তার ঠোঁট দিয়ে। এবং মাছ যখন ওই খাবার খেতে আসছে তখন সে সেই মাছ টিকে ধরে নিচ্ছে। ঠিক যেমন মানুষ বড়শি দিয়ে মাছ ধরে। মাছকে খাবারের টোপ দিয়ে।
Fish & men are very similar…
They get into the most trouble when they open their mouths😩 pic.twitter.com/cf3SkW8lLf
— Susanta Nanda (@susantananda3) September 2, 2020