Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিনামূল্যে 6GB ইন্টারনেট ডেটা দেবে AIRTEL ! দেশের বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এয়ারটেল গ্রাহকদের ফ্রি ইন্টারনেট ডেটা দিচ্ছে। টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল পেপসিকো ইন্ডিয়া-র সাথে একটি বিশেষ চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী Lays, Kurkure, Uncle Chipps, Dorrito আর অন্যান্য পেপসিকো-এর খাবারের প্যাকেটের সাথে প্রতিবার ইন্টারনেট ডেটা ফ্রি দেওয়া হবে। খাবারের প্যাকেটে আপনাকে একটি কুপন দেওয়া হবে। সেটি ক্র্যাশ করলে আপনি ফ্রি ডেটা পেয়ে যাবেন।
এক্ষেত্রে অফার এটাই আপনি যদি ১০ টাকার চিপস কেনেন, তাহলে আপনাকে ১ জিবি ডেটা ফ্রি দেবে কোম্পানি। আর ২০ টাকার চিপস কিনলে ২ জিবি ডেটা ফ্রি দেওয়া হবে। সবথেকে বড় ব্যাপার হল, একবারে বিন্যামুল্যে ডেটার সুবিধা ভোগ করতে হলে সবার আগে আপনাকে Airtel গ্রাহক হতে হবে। আপনি বিনামূল্যের অফারটি Lays, Uncle Chips, Kurkure, and Doritos চিপসের প্যাকেটে পাবেন। বিনামূল্যে ডেটা প্রাপ্ত করার জন্য গ্রাহকদের রিচার্জ কোড খুঁজতে হবে। কোড প্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। একবার আপনি কোড পেয়ে গেলে, Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে মাই কুপন সেকশনে সেটিকে এন্ট্রি করে দিন।
অফার ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত উপলব্ধ থাকবে। যেকোন সময়েই আপনি এই কুপন রিডম করতে পারবেন। ফ্রি ডেটা রিডম করার পর ক্যালেন্ডারে তিনদিন আপনার মোবাইলে এই ডেটা থাকবে। একটি প্রোমো কোড একবারই ব্যবহার করতে পারবেন। একটি এয়ারটেল গ্রাহকের মোবাইল নাম্বারে সর্বাধিক তিনবার প্রোমো কোড ব্যবহার করতে পারবেন।
Highlights
1. বিনামূল্যে 6GB ইন্টারনেট ডেটা দেবে AIRTEL !
2. সর্বাধিক তিনবার প্রোমো কোড ব্যবহার করতে পারবেন
#Airtel #DATA
Good News