Bangla News Dunia , Rajib : বিহারের একাধিক জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission) এই নিয়োগ করবে। সবকটি পদ মিলিয়ে মোট ৭২৭৯ টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।
প্রতিবন্ধী শিশুদের পাঠদানে সক্ষম রয়েছেন এমন প্রার্থীরাই শিক্ষক পদে নিযুক্ত হতে পারবেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক লেভেলে শূন্য পদ রয়েছে ৫৫৩৪টি এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক লেভেলে শূন্যপদ রয়েছে ১৭৪৫টি।
বিহারের একাধিক স্কুলগুলিতে প্রতিবন্ধী শিশুদের পড়ানোর জন্য শিক্ষকের সংখ্যা খুবই কম রয়েছে, তাই খুব দ্রুত ওইসব শূন্য পদে শিক্ষকদের নিয়োগ করা হবে। শূন্য পদে নিয়োগের জন্য শিক্ষা বিভাগের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
আরো পড়ুন:- রোজভ্যালির টাকা দেওয়া শুরু, আপনার অ্যাকাউন্টে ঢুকল? এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা
এই পদগুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের মাধ্যমে বিপিএসসিতে রিকুইজিশন পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে কমিশন থেকে বিজ্ঞাপন প্রকাশিত হবে। যেসব প্রার্থীরা প্রতিবন্ধী বাচ্চাদের পড়াতে সক্ষম রয়েছে তারাই শুধুমাত্র শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে।
জানা গেছে মোট নয় ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। যেসব শিশুরা চোখে কম দেখতে পায় বা যাদের দৃষ্টি শক্তি কম তাদের পড়ানোর জন্য বিশেষজ্ঞ শিক্ষক নেওয়া হবে। পাশাপাশি এই শিক্ষকরা অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াবেন।
বর্তমানে এসব শিশুদের পড়ানোর জন্য তেমন কোন শিক্ষক নেই। তাই রাজ্যে প্রচুর শিক্ষকের শূন্যপদ রয়েছে। জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা চালু করে শিশুদের পড়ানো হয়ে থাকে। তবে এখন স্কুল পর্যায়ে তাদের পড়ানোর ব্যবস্থা চালু করা হচ্ছে।
আরো পড়ুন:- ‘প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে’, দেশবাসীর উদ্দেশে বিবৃতি আওয়ামি লিগের
এই শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষার ডিরেক্টর মিথিলেশ মিশ্র সমস্ত জেলা শিক্ষা অফিসারকে রোস্টার ক্লিয়ারেন্স করার নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশনা অনুসারে সমস্ত পদের শিক্ষক নিয়োগ করা হবে বেসিক ক্যাটাগরি পদ অনুযায়ী।
এই নিয়োগের জন্য ৫০ শতাংশ রিজার্ভেশন অনুযায়ী রোস্টার ক্লিয়ারেন্স করতে বলা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য মোট শূন্য পদের মধ্যে ৫০ শতাংশ সংরক্ষিত পদ থাকবে মহিলাদের জন্য। আর এই পদ গুলিতে মহিলাদের ক্যাটাগরি অনুসারে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। শূন্য পদ গুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য বলা হয়েছে।
#End