Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সীমান্তে চীনকে জোর ধাক্কা দিলো ভারতীয় সেনা ! লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন আর ভারতের মধ্যে চাপানউতোর পরিস্থিতি বেড়েই চলেছে। গত ৩০ আগস্ট প্যাংগং লেকের কাছে চীন আর ভারতের সেনার মধ্যে ছোট খাটো সংঘর্ষ বাঁধে। ভারতীয় সেনা চীনের আর্মিকে পিছনে অনেকটা ভিতরে ঠেলে দিয়ে গুরুত্বপূর্ণ চীনা চৌকি কবজা করে। ভারতীয় সেনার এই সাফল্য তার আসল রিপোর্ট এখন ধীরে ধীরে সামনে আসছে। সুত্র অনুযায়ী, সেই দিনের সংঘর্ষে ভারতীয় সেনা প্রায় ৫০০ এর মতো চীনা জওয়ানদের ঘিরে ফেলে। এরপর চীনের চার কিমি ভিতরে ঢুকে যায়।
সেই দিন রাতে রাতে ভারতীয় সেনার জওয়ানদের দাপটের সামনে চীনা সেনা অসহায় হয়ে যায়। ভারতীয় সেনা অনেক উচ্চতার পোস্ট কবজা করার চেষ্টা করে। ওই শৃঙ্গে এখনো অবধি চীন বা ভারত কারোরই কোনো কবজা ছিল না। ওই এলাকায় মজুত ভারতীয় ইলেক্ট্রনিক্স সার্ভিলেন্স উপকরণ গুলো চীনা সেনার গতি প্রকৃতির ব্যাপারে ভারতীয় সেনাকে অ্যালার্ট করে। এরপর দুই দেশের মধ্যে হেড টু হেড লড়াই চলে। চীনের সেনারা বাধ্য হয় পিছু হটতে।
প্রসঙ্গত ভারতীয় সেনার সেই এলাকায় ৪ কিমি পর্যন্ত ভিতরে ঢুকে যাওয়া , সেখানে চীনের কবজা থাকা পোস্ট গুলোতে দখল নেয় আর রণনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ যা অনেক উচ্চতা দেয়। ভারত এখন ওই এলাকায় রণনৈতিক দিক থেকে সুবিধাজনক পরিস্থিতিতে আছে। এখন দেখা যাচ্ছে চীন সেনা ভারতকে ওই এলাকা থেকে পিছনে যাওয়ার জন্য আবেদন করছে।
Highlights
1. সীমান্তে চীনকে জোর ধাক্কা দিলো ভারতীয় সেনা !
2. চীন সেনা ভারতকে ওই এলাকা থেকে পিছনে যাওয়ার জন্য আবেদন করছে
#India #LAC #CHINA #LOC