Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বাড়ির সদর দরজায় লাগান কিছু জিনিস ! ঘর তৈরি করার পরে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা বাড়ির সদর দরজায় লাগালে জীবনে সৌভাগ্য খুব দ্রুত আসবে। দেখাবেন আপনার বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। এমন কিছু বস্তু আছে যা আমাদের জীবনকে অনেকটাই পরিবর্তন করে দেয়। নিয়ে আসে সুখ ও সমৃদ্ধি।
আল নজরে দেখে নিন কোন কোন জিনিস বাড়ির সদর দরজায় লাগালে দ্রুত উন্নতি হবে —
১. আপনার বাড়ির সদর দরজায় ফটকে আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মীদেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং সেই বাড়িতে ধন সম্পত্তিতে ভরে ওঠে।
২. একটি স্বস্তিক চিহ্ন একে আপনার বাড়ির দরজায় লাগাতে হবে। ভগবান গণেশ সন্তুষ্ট হন। তাই এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদা বজায় থাকে।
৩. ওঁ চিহ্নটি সর্বদা বাড়ির সদর দরজার সামনে রাখতে পারেন। এটিকে ভগবান নারায়ণের প্রতীক বলে মানা হয়।
৪. কারোর বাড়ির সদর দরজা যদি তোরণ দিয়ে সাজানো থাকে , সে ক্ষেত্রে তা খুবই শুভ বলে মানা হয়। তবে সেটি বিশেষ কোনও তিথিতে লাগাতে হবে। তোরণ আপনার বাড়িতে খুবই শুভ ও মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসবে।
৫. আপনার বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বাড়ির আর্থিক দিক ভালো হবে।
মেনে চলুন কিছু নিয়ম , ভালো হবে আপনার জীবন।
Highlights
1. বাড়ির সদর দরজায় লাগান কিছু জিনিস !
2. ভালো হবে আপনার জীবন
#Life Style #জীবন