মহাকাশে একই ধাতুর একাধিক টুকরো ঠোকাঠুকি করলে যা ঘটবে, সেটা জানলে আপনি অবাক হবেন।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

space-1

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকাশ এমন এক জায়গা যেখানে রহস্য ঘন অন্ধকারের মধ্যে সর্বত্র ছড়িয়ে থাকে। পৃথিবীতে যা হয় তা মহাকাশে হয়না। সেখানে নিয়ম আলাদা।

যেমন মহাকাশে যদি একই ধাতুর একাধিক টুকরো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে তাহলে যা হবে তা দেখে যে কেউ অবাক হয়ে যেতে পারেন। মনে হতে পারে ম্যাজিক দেখানো হচ্ছে। কিন্তু যা ঘটবে তা মহাজাগতিক ম্যাজিক। কোনও মানুষের সৃষ্ট নয়।

 

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

কি হবে একই প্রকারের একাধিক ধাতুর টুকরো নিজেদের মধ্যে ঠোকাঠুকি করলে? মহাকাশে একই ধাতুর ২টি টুকরো যদি নিজেদের সংস্পর্শে আসে এবং তাদের মধ্যে সংস্পর্শে যদি সামান্যও চাপ পড়ে তাহলে কিন্তু তা ওখানেই জুড়ে যাবে।

পৃথিবীতে ২টি ধাতুখণ্ডকে জুড়ে দিতে ওয়েল্ডিং করার প্রয়োজন হয়। কিন্তু মহাকাশে সেই ২টি খণ্ডকেই হাতে ধরে একটির সঙ্গে অন্যটিকে চেপে ধরলেই তারা জুড়ে যাবে। কোনও বায়ুমণ্ডল না থাকায় এটা সম্ভব হবে।

একে বিজ্ঞানে কোল্ড ওয়েল্ডিং বলা হয়। পৃথিবীতে এমন সহজেই ২টি ধাতুর খণ্ডকে একসঙ্গে জুড়ে দেওয়া যায়না। সেটা মহাকাশে গিয়েই সম্ভব। তবে এখানে একটি শর্ত আছে।

যে ২টি ধাতব খণ্ডকে মহাকাশে হাতে করে জোড়া যাবে সে ২টিকে মসৃণ হতে হবে। সেক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে অণুর ইলেকট্রন আদান প্রদানের মধ্যে দিয়ে জুড়ে একটি খণ্ডে পরিণত হবে।

 

আরো পড়ুন:- এবার SIM কার্ড ছাড়াই করা যাবে ফোন, BSNL-র পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে Jio, Airtel

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন