Bangla News Dunia, দীনেশ দেব :- ভারতীয় টেলিকম জগতে Jio একছত্র রাজ করছে। Jio আসার পর থেকে ভারতের বিভিন্ন টেলিকম সংস্থা হয়তো বন্ধ হয়ে গেছে বা তার একসাথে যুক্ত ( Marge ) হয়ে গেছে। দু দিন আগেই vodafone ও Idea তাদের ব্যবসা এক সাথে যুক্ত করে নিয়েছে এবং তার নাম দিয়েছে VI , আর এই সংযোগের ফলে বর্তমানে ভারতে ৩ টি টেলিকম সংস্থা রয়েছে যা হলো – Jio , Airtel এবং VI
Jio দেশের বেশিরভাগ টেলিকম মার্কেট দখল করার জন্য গুগলের সাথে মিলে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন আনতে চলেছে। এই ফোনে 4G নেটওয়ার্ক এর সাথে সাথে 5G নেটওয়ার্ক ও চলবে। Jio এই ফোন সম্বভত এই বছরের ডিসেম্বর মাসেই আনতে চলেছে। Jio ভারতের বাজারে ১০০ মিলিয়ন অথাৎ ১০ কোটি মোবাইল আনতে চলেছে।
তবে এই ফোন খুবই কম দামে ভারতের বাজারে ছাড়তে চলেছে Jio , তবে এই ফোনের ফিচার্স অন্যান্য ফোনের তুলনায় কোনো অংশেই কম হবে না বলে জানিয়েছে Jio , এই ফোনের দামের সাথে গুণমানের কোনো আপোষ করতে চাননা মুখেশ আম্বানির সংস্থা। তবে ফোনের দামের ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি এই সংস্থা। রিলায়েন্স মোবাইল প্রস্তুত নিয়ে বিভিন্ন মোবাইল প্রস্তুত কারি সংস্থার সাথে কথা বার্তা চালাচ্ছে।