Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনকে বড়সড় ধাক্কা দিলো ভারতীয় সেনারা ! লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চলা বিশাল উত্তেজনার মধ্যেই বড়সড়ো সফলতা অর্জন করল ভারতীয় সেনাবাহিনী। প্যাংগং হ্রদের উত্তরের ফিঙ্গার পয়েন্ট ৪ যে এলাকা রয়েছে সেই এলাকাতে চীনা সেনাবাহিনীর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়ে ছিল সেনা। এবার সেই এলাকাতে সেনা নিজেদের আধিপত্য বিস্তার করেও ফেললেন। অর্থাৎ চীনের আগ্রাসন ও বিস্তারবাদের কড়া জবাব দিলো ভারতীয় সেনারা।
প্রসঙ্গত এর আগে বেশ কয়েক মাস ধরে লাদাখের বিতর্কিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ পর্যন্ত ঘাঁটি গেড়ে বসে ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। সেই চাপানউতোর চলাকালীন সমস্যার সমাধানের উদ্দেশ্যে উভয় রাষ্ট্রের সেনা আধিকারিকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছিল। ভারত বারবার চীনকে সেই জায়গা থেকে সেনা সরানোর আবেদন করেছিল কিন্তু চীন অনড় ছিল।
কিন্তু বদলে চীনের পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ চালানোর চেষ্টা করছিল। তবে বারবারই ভারতীয় সেনাবাহিনীর কাছে হার মেনেছে চীনা সেনার দল। উলেখ্য গত মাসের ২৯-৩০ তারিখ রাতে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে চীন। কিন্ত সেই প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী।
গত ৭ই সেপ্টেম্বর ভারতীয় সেনার ওপর হামলা চালাতে নানা রকম অস্ত্র নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে চীনা সেনা। তাই এই সব কার্যকলাপে বিরক্ত হয়ে ভারত এবার শান্তির পথ ছেড়ে আক্রমনাত্মক রূপ ধারণ করেছে। সীমান্তে চীনা সেনাকে পাল্টা জবাব দিয়ে সেনা বুঝিয়ে দিচ্ছে , ভারত সীমান্ত নিয়ে কোনো আপোষ করবে না।
Highlights
1. চীনকে বড়সড় ধাক্কা দিলো ভারতীয় সেনারা !
2. ভারত এবার শান্তির পথ ছেড়ে আক্রমনাত্মক রূপ ধারণ করেছে
#India #Army #IAF #PLA #CHINA #LAC