সব ক্ষেত্রে এবার বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। না মানলেই শাস্তি, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

firhad

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর, এবার বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরনিগম । এই নিয়ে দ্রুত জারি হতে চলেছে নয়া নির্দেশিকা ৷ শনিবার একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

শহরে বিজ্ঞাপনের যত বোর্ড রয়েছে, সমস্ত বোর্ড লিখতে হবে বাংলায় । হোটেল বা যে কোনও বেসরকারি সংস্থার নেমপ্লেট, এমনকি বিভিন্ন বহুতলের নামের বোর্ডের ক্ষেত্রেও একইভাবে এবার থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে । এছাড়াও কলকাতা পুরনিগমের যে সমস্ত উত্তরণ (বস্তি) আছে, সেখানকার নাম যে ভাষাতেই লেখা হোক না কেন, সেই নাম বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষাতেও লিখতে হবে । দ্রুত এই সার্কুলার জারি করতে চলেছে কলকাতা পুরনিগম । এছাড়া বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে, সেই সমস্ত সংস্থাগুলির কাছেও নির্দেশ পাঠানো হবে । বিজ্ঞাপনী বোর্ডে অন্যান্য ভাষা রাখলেও উপরে তা লিখতে হবে বাংলাতেও ৷

আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি

প্রসঙ্গত, কলকাতা পুরনিগমের 48 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বরূপ দে এই নিয়ে প্রস্তাব রাখেন পুরনিগমের মাসিক অধিবেশনে । তাঁর প্রস্তাব, সরকারি বেসরকারি স্তরে যত রকমের সাইনবোর্ড আছে তা বাংলায় হওয়া উচিত । এছাড়াও কলকাতা পুরনিগমের নথি-সহ সমস্ত রকমের চিঠিপত্র ও বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করা প্রয়োজন । বাংলা ভাষার এই স্বীকৃতিকে জনসাধারণের মধ্যে প্রচার করার জন্য কলকাতা পুরনিগমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে প্রস্তাব রাখেন তিনি ।

শনিবার পুর অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি এই প্রস্তাবের আলোচনায় জানান, খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরনিগম । বাংলা ভাষার মর্যাদা প্রাপ্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ।

তিনি বলেন, “আমরা সবাই অত্যন্ত আনন্দিত । মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিয়েছেন কেন্দ্রকে । উত্তরাখণ্ডে গিয়েছিলাম । প্রতি বোর্ডে তাদের ভাষা । কেন জানি না কলকাতায় বহুদিন ইংরেজ রাজত্ব করেছে বলে হয়তো ইংরেজি ভাষায় বোর্ড লেখা হয় । ইতিমধ্যে পুরসভার বোর্ডে বাংলা লিখতে হবে বলে নির্দেশ দিয়েছি । উত্তরণে বাংলা লেখা বাধ্যতামূলক নির্দেশ । প্রাইভেট হোর্ডিংয়ের ক্ষেত্রেও নিজের ভাষার সঙ্গে বাংলা রাখতে হবে । সব জায়গায় এই নোটিশ দেওয়া হবে ।

বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন