৩১ অক্টোবর না ১ নভেম্বর, দীপাবলি কবে? জেনে নিন

By Bangla News Dunia Rajib

Published on:

dipsboli

Bangla News Dunia , Rajib : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। কিন্ত ৩১ অক্টোবর না ১ নভেম্বর, দীপাবলি কবে? বিভ্রান্তি দূরে উৎসব উদযাপনের দিনক্ষণ জানিয়ে দিল অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনীল মিশ্র বলেন, ‘দীপাবলির উৎসব পালিত হবে আগামী ৩১ অক্টোবর।’ তিনি জানিয়েছেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে প্রতি বছর দীপাবলির দিনটি উদযাপিত হয়। ১৪ বছরের বনবাস শেষে ভগবান রাম, দেবী সীতা এবং লক্ষ্মণ অযোধ্যায় ফিরেছিলেন। সেটিকেই দীপাবলি হিসেবে পালন করা হয় অযোধ্যায়। এ বছর ৩১ অক্টোবরই উদযাপিত হবে সেই আলোর উৎসব। জানিয়েছে অযোধ্যা রাম মন্দির কর্তৃপক্ষ।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মাও একই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। এ বছরের তিথি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এক পক্ষের ১৪ তম দিনেই এ মাসে অমাবস্যা তিথি পড়েছে। ফলে ৩১ অক্টোবর অমাবস্যার রাতে দীপাবলি উদযাপিত হবে। দুপুর ৩টে বেজে ৫২ মিনিট থেকেই অমাবস্যা পড়ে যাবে ওই দিন। অমাবস্যা ছাড়বে ১ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।’

সাধারণত দীপাবলির ঠিক এক দিন আগে অযোধ্যায় পালিত হয় দীপোৎসব। ঐতিহ্য মেনে এ বার ৩০ অক্টোবর পালিত হবে সেই উৎসব। সে দিনটিকে আবার হনুমান জয়ন্তী হিসেবেও পালন করেন রাম ভক্তরা। অযোধ্যার সরযূ নদীর পাড়ে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয়। সেই মনোরম দৃশ্য চাক্ষুস করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

পশ্চিমবঙ্গ-সহ অসম, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গোয়া, গুজরাট, কর্নাটক, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, তেলিঙ্গানা, উত্তরপ্রদেশে ৩১ অক্টোবর দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বন্ধ থাকবে ব্যাঙ্কও। বাংলায় ৩১ অক্টোবর পালিত হবে কালীপুজো। আবার জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকছে ১ নভেম্বর।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন