চায়ের সাথে সিগারেট খান ? তাহলে সাবধান ! হতে পারে বিপদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চায়ের সাথে সিগারেট খান ? বাঙালির একটা চিরাচরিত অভ্যাস আছে গরম চায়ের কাপে চুমুক দেবার সাথে জলন্ত সিগারেট খাওয়ার। তার সাথে নির্ভেজাল আড্ডা , সত্যি এর মজাই আলাদা। কিন্তু জানেন কি গবেষকদের মতে, এই রকম অভ্যাস কিন্তু হতে পারে ক্ষতিকারক। সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হওয়া প্রতিবেদনে বিশেযজ্ঞরা জানিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত ধূমপান এবং তার সাথে মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি পূর্ণ  হতে পারে।

বিজ্ঞানীদের গবেষণা বলছে যারা দিনে বা মাঝে মাজে অন্তত এক গ্লাস অ্যালকোহল পানীয় পান করেন , তারা যদি অতিরিক্ত গরম চা পান ও সিগারেট নিয়মিত সেবন করেন তাদের খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি খুবই বেড়ে যেতে পারে। তার সাথে আক্রান্ত হতে পারে ফুসফুস ও পাচন তন্ত্র। এটাও বিশেষজ্ঞদের একাংশের দাবি যে নিয়মিত ধূমপানকারীদের জন্য প্রযোজ্য যে প্রতিদিন তারা অতিরিক্ত গরম চা পান করলে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকির প্রবণতা অনেক গুন বাড়ে ।

আরও পড়ুন :- প্রি-বুকিং মাত্র ১ টাকায় ! দারুন অফার দিল Flipkart

আমেরিকা একটি নামী বিশ্ববিদ্যালয় জানাচ্ছে যে , তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকা সকলের জন্য ভালো। এটি দুটি ক্ষতিকারক জিনিস মানুষের শরীরে ক্যান্সার ও নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে আপনার ধূমপান এবং মদ্যপানের কোনোটার অভ্যাস না থাকলে গরম চা পান করুন আরাম করে। তবে গরম চা , তামাক ও অ্যালকোহল একসাথে না পান করাই ভালো।

Highlights

1. চায়ের সাথে সিগারেট খান ?

2. চা , তামাক ও অ্যালকোহল একসাথে না পান করাই ভালো

#চা #তামাক #অ্যালকোহল #Health #Cancer #Health Tips #Life Style Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন