গগনযান ও চন্দ্রযান ৪ মিশনের নতুন দিনক্ষণ ঘোষণা ISRO-র!

By Bangla News Dunia Rajib

Published on:

isro

Bangla News Dunia , Rajib : সকল অপেক্ষার অবসান, অবশেষে এবার জানা গেল ISRO-র ঐতিহাসিক মিশন গগনযান (Gaganyaan) নিয়ে। চন্দ্রযান ৩, Aditya-L1 মিশনে পর থেকে ভারতের মহাকাশ গবেষণার সংস্থার আত্মবিশ্বাস রীতিমতো তুঙ্গে রয়েছে। বিগত বেশ কিছু সময় ধরেই শোনা যাচ্ছিল গগনযান মিশন সম্পর্কে। কবে শুরু হবে তা নিয়ে এখনো অবধি খোলসা করেননি ইসরো (ISRO)-র বিজ্ঞানীরা। তবে অবশেষে জানা গেল গগনযান মিশনের তারিখ।

গগনযান মিশন নিয়ে বড় খবর

চন্দ্রযান-৩ এর সাফল্যের পর ইসরো দ্রুত গতিতে চন্দ্রযান-৪ ও গগনযান মিশন নিয়ে কাজ করছে। ভারতের প্রথম মানব মহাকাশ মিশন ‘গগনযান’ এই বছরের শেষের দিকে বা ২০২৫ সালের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে এর তারিখ নতুন করে বদলে গেল। আর নতুন এই মিশনের তারিখ নিয়ে বড় তথ্য দিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

শনিবার অল ইন্ডিয়া রেডিও-এ সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ভারতের আসন্ন মিশনের পাশাপাশি বিশ্ব মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে কথা বলেন। এর পাশাপাশি মিশন গগনযান, চন্দ্রযান ৪, চন্দ্রযান ৫ নিয়েও বড়সড় মন্তব্য করেন তিনি।

কবে লঞ্চ হবে গগনযান মিশন?

এস সোমনাথ জানালেন প্রতীক্ষিত ভারতের গগনযান মিশনের দিনেক্ষণ। তিনি জানিয়েছেন যে ভারাতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন গগনযান সম্ভবত ২০২৬ সালে লঞ্চ করা হবে। একই সময়ে, চাঁদের বুক থেকে নমুনা নিয়ে আসার জন্য তৈরী করা চন্দ্রযান-৪ আগামী ২০২৮ সালের মধ্যে উৎক্ষেপণ করা হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ভারত-মার্কিন বিলম্বিত মিশন নিসার আগামী বছরের মধ্যে সম্ভব হবে। নিসার মিশন একটি রাডার মেশিন যা পৃথিবী পৃষ্ঠে পরিবেশগত পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে আরও ভাল তথ্য সংগ্রহ করবে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন