হুমকিমূলক পোস্ট ! সাসপেন্ড ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের এক্স অ্যাকাউন্ট

By Bangla news dunia Desk

Published on:

iran

Bangla News Dunia , দীনেশ : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হিব্রু ভাষায় (Hebrew language) একটি অ্যাকাউন্ট খুলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। কিন্তু অ্যাকাউন্ট খোলার একদিন পরেই তা সাসপেন্ড (X account suspended) করে দিল এক্স কর্তৃপক্ষ। তিনি সেই অ্যাকাউন্ট থেকে ইজরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিমূলক পোস্ট করেছিলেন বলে অভিযোগ। এর কয়েক ঘণ্টা পরেই তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। জানা গিয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে মাত্র দুটি পোস্টই করেছিলেন খামেনেই। যদিও কতদিনের জন্য অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে সেব্যাপারেও কিছু জানায়নি এক্স কর্তৃপক্ষ।

আরো পড়ুন :- কোনও আইনে ডিজিটাল অ্যারেস্ট কি আদৌ সম্ভব ? স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। হামাস, লেবাননের হেজবোল্লার পর ইরানের সঙ্গেও সংঘর্ষ জড়িয়েছে ইজরায়েল। শনিবারও ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল ইজরায়েলি সেনা (Iran-Israel conflict)। তারপরই ইজরায়েলের কথ্য হিব্রু ভাষায় পোস্ট করার এক্স অ্যাকাউন্ট খুলেছিলেন খামেনেই। শনিবার হিব্রু ভাষায় করা তাঁর প্রথম পোস্টে লেখা ছিল, ‘দয়াময় আল্লাহর নামে।’ এরপর রবিবার সেই অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় পোস্টে তিনি লিখেছিলেন, ‘ইহুদি দেশটির শাসক ভুল করেছে। ইরানের বিষয়ে দেশটির ভুল ধারণা রয়েছে। তাঁরা এখনও ইরানের জনগণের শক্তি, উদ্যোগ এবং সংকল্পকে সঠিকভাবে বুঝতে পারেনি। কিন্তু আমাদের এই জিনিসগুলি সেই দেশটিকে বোঝাতে হবে।’ নিজের প্রধান এবং ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে প্রায়ই ইজরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করে পোস্ট করেন খামেনেই। আরবি ভাষায় পোস্টের জন্যও তাঁর একটি আলাদা অ্যাকাউন্ট রয়েছে।

আরো পড়ুন :- গগনযান ও চন্দ্রযান ৪ মিশনের নতুন দিনক্ষণ ঘোষণা ISRO-র!

আরো পড়ুন :- শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে হাজিরার নির্দেশ আদালতে

অন্যদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গুরুতর অসুস্থ রয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। এই অবস্থায় খামেনেইয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, দিনকয়েকের মধ্যে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মুজতবা খামেনেইকে তাঁর উত্তরসূরি ঘোষণা করা হতে পারে। রুহুল্লা খোমেইনির মৃত্যুর পর ১৯৮৯-তে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসেন আয়াতোল্লা আলি খামেনেই। সূত্রের দাবি, কয়েকমাস ধরেই অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা। শনিবার ইজরায়েলি হামলা চলাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla news dunia Desk

মন্তব্য করুন