ত্বকে চটজলদি উজ্বলতা ফেরাতে চান ! মেনে চলুন ঘরোয়া উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ত্বকে চটজলদি উজ্বলতা ফেরাতে চান ! সামনে আসছে শীতকাল আর মাসখানেকের অপেক্ষা। আর তাতেই আবহাওয়া একটু শুষ্ক হলে ত্বকে টান পড়তে শুরু করে। যদি আপনি চান হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে তাহলে মানতে হবে কিছু নিয়ম। মেনে চলুন ঘরোয়া কিছু উপায় আর ফিরে পান ত্বকের হারিয়ে যাওয়া জৌলস।

এক নজরে ঘরোয়া কিছু টিপস —-

১. ত্বকে দুধ লাগালে তা ময়লা পরিষ্কার করে তেমনই ময়শ্চারাইজও করে তোলে। কিছু দিনের টানাব্যবহারে ত্বকও দারুন ফরসা হয়ে ওঠে।

২. আপনি পাতিলেবুর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এটির নিয়মিত ব্যাবহারে স্বাভাবিক ব্লিচের কাজ করবে ও আপনার ত্বকের জৌলস তাড়াতাড়ি বাড়িয়ে তুলবে।

৩. রোজ পারলে বালতিতে প্রতিদিন কয়েক ঢাকনা গোলাপ জল মিশিয়ে স্নান করুন। চাইলে একটু লেবুর রসও মিশিয়ে দিতে পারেন।

৪.ডিমের কুসুম ফেটিয়ে তা ত্বকে ব্যবহার করেন। তবে তা মুছে ফেলার সময়ে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। তাহলে ডিমের আঁশটে গন্ধ চলে যাবে এবং ত্বকে জেল্লা আসবে।

আরও পড়ুন :- পূজার আগেই চালু হবে পুরোহিত ভাতা ! ভোটমুখী ঘোষণা মমতার

৫. ডাব বা নারকেলের জলে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজার। আপনার ত্বকের কালো ছোপ দূর করতে ডাবের জলের দারুন ভূমিকা আছে।

৬. টক দই ও লেবুর রসের মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন তাতে ত্বকের উজ্বলতা বাড়বে।

৭. পাকা পেপে ও মধু একসঙ্গে মিশিয়ে মাখলে ছোপ দূর হবে ও ত্বকের রং হাল্কাও হবে ও ত্বক উজ্জ্বল হবে।

মেনে চলুন কিছু ঘরোয়া নিয়ম আর ভালো থাকুন।

Highlights

1. ত্বকে চটজলদি উজ্বলতা ফেরাতে চান !

2. মেনে চলুন কিছু ঘরোয়া নিয়ম

#ত্বক #Tips #Health # Bengali #Health #Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন