ন্যূনতম স্যালারি হবে ৩৪,৫৬০ টাকা! সরকারি কর্মীদের বেতন, DA বাড়ানোর জন্য বসছে বৈঠক

By Bangla News Dunia Rajib

Published on:

government-employee-DA

Bangla News Dunia , Rajib : উৎসব হোক আর না হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেন একের পর এক পোয়া বারো হয়েই চলেছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক ধাক্কায় ৩ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে। অর্থাৎ এখন তারা ৫৩ শতাংশ হারে বেতনের সঙ্গে DA পাবেন। আর এই ঘটনা নিয়ে এখন সকলের মধ্যেই খুশির আবহাওয়া বিরাজ করছে। তবে এসবের মাঝেই নতুন করে এবার অষ্টম বেতন পে কমিশন নিয়ে বিরাট বড় আপডেট প্রকাশ্যে এলো যা শুনলে আপনিও খুশিতে লাফাতে শুরু করবেন। আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মী? আপনিও কি দীর্ঘদিন ধরে অষ্টম বেতন পে কমিশন লাগু হোক সেই অপেক্ষায় রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

অষ্টম বেতন পে কমিশন গঠন হবে? 8th Pay Commission

গত ২০১৪ সালে ষষ্ঠ বেতন পে কমিশন শেষ হয়ে সপ্তম বেতন পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। তবে মাঝে দশটা বছর কেটে গেলেও এখনো অবধি অষ্টম বেতন পে কমিশন নিয়ে কোনো রকম হেলদোল করতে দেখা যায়নি সরকারকে। তবে এবার মনে হচ্ছে অষ্টম বেতন পে কমিশন ও গঠন হয়ে যাবে। খুব শীঘ্রই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাসেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক শুরু হবে। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। ফলে মনে করা হচ্ছে এই বৈঠকেই অষ্টম বেতন পে কমিশন নিয়ে চূড়ান্ত কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মিলবে বাড়তি বেতন, DA

এদিকে একবার যদি অষ্টম বেতন পে কমিশন গঠন হয়ে যায় তাহলে নতুন করে উপকৃত হবেন কেন্দ্রের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা। মিলবে আরো বাড়তি বেতন থেকে শুরু করে বাড়তি ভাতার টাকা। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। বদলে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

যদিও সরকারি কর্মীদের আশা, গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যেতে পারে।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন