পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম ! সুদ, যোগ্যতা, মেয়াদ বিস্তারিত জানুন

By Bangla news dunia Desk

Published on:

20241029_194805

Bangla News Dunia  , দীনেশ : পোস্ট অফিসে টাকা বিনিয়োগ তথা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার একাধিক স্কিম রয়েছে। দীর্ঘমেয়াদি টাকা সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের জনপ্রিয় একটি ভালো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC স্কিম। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো মাসিক স্বল্প আয় সম্পন্ন ব্যক্তিরাও যাতে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারে এবং তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে ডিটেইলস জানাবো।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম (NSC Scheme)

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটি ভারত সরকার দ্বারা পরিচালিত। যেহেতু এই স্কিমটি ভারত সরকার দ্বারা পরিচালিত তাই এই স্কিমে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। ভারত সরকার এই স্কিমটি সাধারণ গ্রাহকদের জন্য অনেক আগেই শুরু করেছিলেন। তখন এই স্কিমে ৮ শতাংশেরও বেশি সুদ দেওয়া হতো কিন্তু বর্তমানে সুদের পরিমাণ কিছুটা কমানো হয়েছে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

পোস্ট‌ অফিসের NSC স্কিমে সুদের হার

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের এই সুদ বার্ষিক হারে দেওয়া হয়। অর্জিত সুদ প্রতিবছর চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের সুদ সরকার প্রতিটি কোয়ার্টারে অর্থাৎ তিন মাস ছাড়া ছাড়া পরিবর্তন করে। কিন্তু আপনি যে সুদের হারে একাউন্ট ওপেন করবেন ম্যাচুরিটি পর্যন্ত সেই সুদ পেয়ে যাবেন। এক্ষেত্রে এই স্কিমের সুদের পরিমাণ বাড়লে বা কমলে আপনার বিনিয়োগের উপহার কোন রকম প্রভাব পড়বে না।

ডিপোজিটের পরিমাণ

ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের NSC স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। ‌ এক্ষেত্রে ১০০০ টাকার পরবর্তী আপনি যত খুশি টাকা এই স্কিম বিনিয়োগ করতে পারেন অর্থাৎ এই স্কিমে বিনিয়োগের কোন উর্ধ্বে সীমা নেই। এক্ষেত্রে ১০০০ টাকার পরবর্তী আপনি যে টাকা রাখবেন সেটি যেন ১০০ টাকার গুণিতকে হয়, অর্থাৎ আপনি চাইলে ১,০১০ ৫,০৫০ এরকম রাখতে পারবেন না ৫,০০০ ১১,০০০ এভাবে জমা করতে পারবেন।

আরো পড়ুন :- অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে মহিলাকে ধর্ষণ-ব্ল্যাকমেল? ধৃত ডাক্তার

বিনিয়োগের মেয়াদ

২০১৫ সালের আগে পোস্ট অফিসের এই স্কিমের দুটি ভাগ ছিল, (১) NSC VIII ইস্যু যার মেয়াদ ছিল ৫ বছর ও (২) NSC IX ইস্যু যার মেয়াদ ছিল ১০ বছর। কিন্তু ২০১৫ সালের পর পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটি ৫ বছর মেয়েদের করা হয়েছে।

ট্যাক্স ছাড়

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে আয়কর ধারার 80C অনুযায়ী বার্ষিক ১.৫ লক্ষ টাকা আয়করে ছাড় পাবেন।

আরো পড়ুন :- ফোন করার মতো পয়সা ছিল না, অমিতাভ বচ্চনের কাছে ধার চেয়েছিলেন রতন টাটা

কারা এই স্কিমে আবেদন করতে পারবে

পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস স্কিমের সুবিধা পাওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেওয়া যাক।

  • এই স্কিমে একাউন্ট ওপেন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যেকোনো বয়সের ব্যক্তি পোস্ট অফিসের NSC স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন।
  • এক্ষেত্রে আপনি সিঙ্গেল একাউন্টও খুলতে পারেন বা সর্বোচ্চ তিনজনের সঙ্গে জয়েন্ট একাউন্টো খুলতে পারেন।
  • হিন্দু অবিভক্ত পরিবার (HUF), কোন ট্রাস্ট বা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলি পোস্ট অফিসের NSC স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারবে না।

কিভাবে পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খুলবেন

পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে এরপর এই স্কিমে একাউন্ট খোলার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিজ পোস্ট অফিসে জমা করতে হবে। এক্ষেত্রে আপনাদের সুবিধার্থে এই স্কিমে আবেদন করার ফর্ম ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে।

“প্রয়োজনীয় লিঙ্কের জন্য আমাদের ওয়েবসাইট banglanewsdunia.com ভিজিট করুন।”

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন।

  • NSC স্কিমের আবেদন ফর্ম।
  • আবেদনকারীর পরিচয় পত্র (যেমন:- পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড)
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
  • E-kyc প্রমাণপত্র হিসেবে প্যান‌ কার্ড।

NSC স্কিমে অকাল প্রত্যাহারের নিয়ম ( Premature Close)

এই স্কিমে টাকা রাখার পর আপনার যদি টাকার প্রচুর দরকার হয় তাহলে কি তুলতে পারবেন অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই কি আপনি টাকা তুলতে পারবেন জেনে নিন সমস্ত নিয়ম কানুন।

  • যদি মেয়াদ চলাকালীন অ্যাকাউন্টধারীর মৃত্যু হয় তাহলে নমিনি এই টাকা তুলে নিতে পারবে।
  • এছাড়াও আদালতের নির্দেশে এই টাকা তোলা যাবে।
  • যৌথ একাউন্ট এর ক্ষেত্রে একজন ব্যক্তি যদি মারা যান তাহলে একজন ব্যক্তি সমস্ত টাকার সম্পূর্ণ মালিকানা ভোগ করবে।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla news dunia Desk

মন্তব্য করুন