রাষ্ট্রসংঘে চিনকে চমক দিলো ভারত ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাষ্ট্রসংঘে চিনকে চমক দিলো ভারত ! বহু দিন ধরে চলছে চাপানউতোর। আগ্রাসী বিস্তারবাদী চীনকে বারবার জবাব দিচ্ছে ভারত। সীমান্তে চোখে চোখ রেখে চীনের মোকাবিলা করছে ভারত। তার সাথে আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট সমর্থন বাড়িয়েছে ভারত। তার সুযোগ নিয়ে আবার চমকে দিল ভারত। সম্মিলিত রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের স্ট্যাটাস অফ উইমেনে কমিশনের সদস্য হিসাবে নির্বাচিত হল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই তথ্য জানিয়েছেন। আরো জানা গেছে ভারতের পক্ষে রয়েছে ভারী সমর্থন।

চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক ভারতের

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, ECOSOC-এ ভারত স্থায়ী আসন জিতেছে। স্ট্যাটাস অফ উইমেনে কমিশনের স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। যে দেশগুলি ভারতকে এখানে আনতে বারবার সমর্থন করেছে, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন টিএস তিরুমূর্তি। ভারতের বন্ধু সেই সব দেশের সাথে আরো মজবুত সম্পর্ক হবে ভারতের। আন্তর্জাতিক ক্ষেত্রে এটি একটি মাইলস্টোন।

আরো পড়ুন :- বোরখা নিষিদ্ধ করেছে , এবার গোহত্যা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কার সরকার

প্রসঙ্গত এই বিষয়ে সদস্য পদের ভোটে অংশ নিয়েছিল চিন ও আফগানিস্তানও। এতে ভারত ও আফগানিস্তান ৫৪ জন সদস্যের ভোটের সঙ্গে জয়লাভ করে। যেখানে চিন অর্ধেক ভোটও পায়নি। উলেখ্য ভারত এখন চার বছরের জন্য ECOSOC কমিশনের সদস্য রূপে গণ্য হল। ২০২১ থেকে ২০২৫ সাল অবধি ভারত এই কমিশনের সদস্য থাকবে। ফের চীনের চেষ্টা ব্যার্থ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এটি একটি মাইলস্টোন গড়লো ভারত।

Highlights

1. রাষ্ট্রসংঘে চিনকে চমক দিলো ভারত !

2. ECOSOC কমিশনের সদস্য রূপে গণ্য হল

#ECOSOC #UN #India #China

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন