সপ্তাহে দুইদিন বন্ধ ব্যাঙ্ক এবং বদলাতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়, একনজরে দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

central-bank-
Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের ব্যাংকিং ব্যবস্থায় বিরাট পরিবর্তন! এবার থেকে সরকারি ব্যাঙ্ক খোলা এবং বন্ধের সময় (Bank Timings) সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে? আগের চেয়ে আরো তাড়াতাড়ি খুলবে ব্যাঙ্ক গুলি, বন্ধ হবে দেরিতে? শুধু তাই নয়, এরপর থেকে সপ্তাহে একদিনের বদলে দুই দিন ছুটি (Bank Holiday) থাকবে ব্যাঙ্ক? সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক কনফেডারেশন এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন গুলির মধ্যে একটি চুক্তি মারফত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Bank Timings will Change in India Soon?

ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে গ্ৰাহকদের সবার অবশ্যই জেনে নেওয়া জরুরী এই নতুন নিয়ম (Bank Timings). এই নতুন চুক্তি অনুযায়ী, ব্যাঙ্ক কর্মীদের জন্য সপ্তাহে পাঁচ দিন কাজ এবং শনিবার ও রবিবার ছুটি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটি ব্যাঙ্ক কর্মীদের (Bank Employees) দীর্ঘদিনের দাবি ছিল এবং অবশেষে সেই দাবি সরকার মেনে নিতে পারে বলে মনে করছেন অনেকে।

 

আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি

ব্যাঙ্কে সময়ের পরিবর্তন?

বর্তমানে সাধারণত সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে ব্যাঙ্ক, তবে নতুন নিয়ম কার্যকর হলে ব্যাঙ্ক গুলো খুলবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং বন্ধ হবে বিকেল সাড়ে ৫ টায়। এর ফলে ব্যাংকিং পরিষেবা পেতে গ্রাহকদের সময় সূচির (Bank Timings) কিছু পরিবর্তন করতে হতে পারে। কর্মীরা ২০১৫ সাল থেকেই সপ্তাহে দুই দিনের ছুটির দাবি জানিয়ে আসছেন।

তারা জানান, কাজের চাপ দিনকে দিন বেড়ে চলেছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকিং চালু হওয়ার পর থেকে গ্ৰাহকদের প্রয়োজনীয়তা ও চাহিদাও বাড়ছে। যার কারণে সঠিকভাবে তাদের ব্যাংকিং পরিষেবা প্রদান (Bank Timings) করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন কর্মীরা। তাই সেই দাবি মেনে নিয়ে ২০১৫ সালেই একটি চুক্তি স্বাক্ষর করে কর্মীদের ইউনিয়ন গুলি সরকারের সঙ্গে।

যার অধীনে শুধু মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি দেওয়া শুরু হয়েছিল, এর সঙ্গে ছিল রবিবারের ছুটি। তবে কর্মীদের স্বার্থে বর্তমানে তাকে নিয়মিত রূপ দেওয়া হয় নাকি সেটাই দেখার (Bank Timings). যদিও এই পরিবর্তন গ্রাহকদের জন্য কিছু অসুবিধার কারণ হতে পারে, বিশেষ করে যে সব গ্রাহক শনিবার ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে অভ্যস্ত। তারা এখন কেবল সপ্তাহের পাঁচ দিন এই পরিষেবা পাবে।

তবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা অনেকটা সহজ হওয়ার কারণে, অনেক গ্রাহক তাদের ব্যাংকিং কাজ অনলাইনে সেরে নিতে পারবেন। এটিএম, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা গুলো আগের মতোই চলমান থাকবে, তাই ছোটখাটো কাজ গুলির জন্য ব্যাঙ্কে (Bank Timings) যাওয়ার প্রয়োজন হবে না। এই পরিবর্তনের আরেকটি দিক হলো, ব্যাঙ্ক খোলার এবং বন্ধের সময়ের সঙ্গে গ্রাহকদের নিজেদের কাজ মেলাতে হবে।

বর্তমানে সব ব্যাংক সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকে, তবে নতুন নিয়মে ব্যাঙ্ক গুলো খোলার সময় কিছুটা এগিয়ে আনা হবে এবং বন্ধের সময়ও বাড়ানো হবে। এর ফলে গ্রাহকরা একটু বেশি সময় ধরে ব্যাংকিং পরিষেবা পেতে সক্ষম হবেন, যা তাদের কাজের সুবিধার্থে উপকারী হতে পারে। এই নতুন নিয়ম কার্যকর করার জন্য RBI-র অনুমোদন প্রয়োজন।

বর্তমানে সব ব্যাংক সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকে, তবে নতুন নিয়মে ব্যাঙ্ক গুলো খোলার সময় কিছুটা এগিয়ে আনা হবে এবং বন্ধের সময়ও বাড়ানো হবে। এর ফলে গ্রাহকরা একটু বেশি সময় ধরে ব্যাংকিং পরিষেবা পেতে সক্ষম হবেন, যা তাদের কাজের সুবিধার্থে উপকারী হতে পারে। এই নতুন নিয়ম কার্যকর করার জন্য RBI-র অনুমোদন প্রয়োজন।

 

আরো পড়ুন:- ক্ষীর, পনির-সহ মিষ্টিতে ব্যাপক ভেজাল, কীভাবে চিনবেন খাঁটি মিষ্টি? জেনে নি

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

https://twitter.com/daily_khabor/status/1851290770466357422

https://twitter.com/daily_khabor/status/1851290897495003493

https://twitter.com/daily_khabor/status/1851290163596702094

https://twitter.com/daily_khabor/status/1851289300165660760

https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন