Bangla News Dunia , দীনেশ : রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন দল তাদের প্রার্থীও ঘোষণা করেছে। আর যার ফলে বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের এলাকায় প্রচার শুরু করেছে। নৈহাটি বিধানসভা এলাকায় ইতিমধ্যেই বিজেপির প্রার্থী রূপক মিত্র তার প্রচার চালাচ্ছেন। তিনি প্রচারে নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় প্রচার চালাচ্ছে। তিনি প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, ইতিমধ্যেই কয়েকদিনের প্রচার আমি সম্পন্ন করেছি। তবে আমি নিশ্চিত যদি তৃণমূলের গুন্ডাবাহিনী হার্মাদ বাহিনী মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে আটকায় তাহলেই তারা জিততে পারবে। আর নয় তো বিজেপি এই বিধানসভা এলাকায় জিতবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি বিগত ১০ বছর ধরে তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়। যার ফলেই তাদের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে জিতছে।
তিনি বলেন, আমি নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভায় যেখানেই প্রচার করেছি মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু নির্বাচনের দিন মানুষ তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয়ে ভোট দিতে যেতে ভয় পায়। কারণ তাদের প্রাণনাশের হুমকি আগেই দিয়ে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। তবে আমি আশা রাখছি মানুষ তৃণমূলের ভয়কে দূরে সরিয়ে নিজের ভোট দিতে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে। আর অবশ্যই এই বিধানসভা নির্বাচনে বিজেপি নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে।