Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনকে কড়া বার্তা রাজনাথের। লাদাকে ভারত ও চীনের লাগাতার চাপানউতোরের মাঝে এবার মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মস্কোতে চীনের প্রতিনিধিদের সঙ্গে ভারতের শান্তি বৈঠকে ভালো ভাবে চীনকে বুঝিয়ে দিয়েছেন সীমান্তে সামান্যতম জমি ছাড়তে রাজি নয় ভারত। চীনের আগ্রাসী নীতিকে একদম বরদাস্ত নয়। সংসদের বিশেষ বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে চীন প্রসঙ্গে সংসদে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রী।
রাজনাথের সিংয়ের অভিযোগ, ১৯৬০ সালে চীন ও ভারতের সীমান্ত বিষয়ে পঞ্চশীল চুক্তি হয়েছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি বার বার তা লঙ্ঘন করে চলেছে। ভারতীয় সেনা তাদের বারবার জবাব দিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে গালওয়ানের এবং এখন প্যাংগংয়ের উত্তর এবং দক্ষি্ণ প্রান্তে বারবার সংঘর্ষ চলছে তাতে সংঘাত আরো বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ভারত যুদ্ধ চায় না সীমাতে শান্তিপূর্ণ ভাবে এই সমস্যার সমাধান চায়। সার্বভৌমত্ব নষ্ট হলে ভারত কড়া ভাবে জবাব দিতেও প্রস্তুত।
আরো পড়ুন :- টক দই খাওয়ার বহু উপকারিতা জেনে রাখুন , পেটের জন্য খুবই উপকারী দই
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গালওয়ান সংঘর্ষর পর বিবৃতি দিয়েছিলেন, চীন ভারতের এক বিন্দু জমিও দখল করতে পারেনি। উল্টে খবর এসেছিলো ভারত পাল্টা প্রত্যাঘাত করেছিল। উলেখ্য দীর্ঘ সীমান্ত সংকটের পর চীন এবং ভারত দুই দেশই দাবি করেছে যে তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা মানছে না। এই নিয়ে উত্তাল পরিস্থিতি।
তার মাঝে সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতির পরে কংগ্রেস সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে গিয়ে প্রতিবাদ দেখায়। কারণ লাদাখ নিয়ে সংসদে কোনো প্রশ্নউত্তর করতে নারাজ সরকার পক্ষ।
Highlights
1. চীনকে কড়া বার্তা রাজনাথের
2. লাদাখ নিয়ে সংসদে কোনো প্রশ্নউত্তর করতে নারাজ সরকার পক্ষ
#Ladakh #LAC #INDIA #CHINA #PLA