পরপর ৬৬টি বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিভাবে হলো এত বড় দুর্ঘটনা, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

67238712e4337-20241031-313301642-16x9

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীপাবলি  উদযাপনের মধ্যেই উদ্বেগজনক খবর আসছে ঝাড়খণ্ড থেকে। বোকারোর গড়গা  ব্রিজের কাছে আতশবাজির দোকানে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগের  পরিবেশ বিরাজ করছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে ৬৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর ফায়ার ব্রিগেডের চারটি ইঞ্জিন  ঘটনাস্থলে পৌঁছে কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দিওয়ালি উদযাপনের মধ্যে, বোকারোর  গড়গা  ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে ৬৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনে। সিটি থানার অন্তর্গত গড়গা ব্রিজের কাছে স্থাপিত আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে আগুনের লেলিহান শিখা দূর-দূরান্তে দেখা যাচ্ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৬৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড আসার সময় লক্ষাধিক টাকার পটকা জলে ভেসে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি

আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি। ঘটনার পর কিছু লোক সুযোগ কাজে লাগিয়ে লুটপাট চালায়। প্রশাসন বলছে, ঘটনার তদন্ত করা হবে এবং অস্থায়ী লাইসেন্সে ও নিরাপত্তার মান অবজ্ঞা নিয়ে প্রশ্ন উঠছে।ঘটনার পর বোকারোর বিধায়ক বিরাঞ্চি নারায়ণ এবং কংগ্রেস প্রার্থী শ্বেতা সিংও ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এই ভয়াবহ দুর্ঘটনা দীপাবলির খুশির পরিবেশকে শোকে পরিণত করেছে। এমন পরিস্থিতিতে আতশবাজির দোকানে অস্থায়ী লাইসেন্স দেওয়ার আগে কেন নিরাপত্তার মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দীপাবলিতে  এরকম আরও ঘটনা 
দীপাবলির উৎসব যত ঘনিয়ে এসেছে, বিস্ফোরণ থেকে শুরু করে আগুন পর্যন্ত অনেক ঘটনা প্রকাশ্যে আসছে। বেশির ভাগ ক্ষেত্রেই মানুষের নির্বুদ্ধিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হায়দরাবাদ থেকে এমনই একটি খবর এসেছে, যেখানে দীপাবলি উৎসবের আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখানে, একটি বাড়িতে রাখা আতশবাজিতে আগুন লেগে একজন ব্যক্তি এবং তার স্ত্রী শ্বাসরোধে মারা যান, এবং পরিবারের অন্য সদস্য আহত হন। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে। সম্প্রতি, মহারাষ্ট্রের পুনের সিংহগড় এলাকায় পটকা ফাটাতে গিয়ে ড্রেনের চেম্বারের ঢাকনা ফেটে পাঁচ শিশু আহত হয়েছে। সোমবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। সিংহগড় থানার সিনিয়র ইন্সপেক্টর রাঘবেন্দ্র ক্ষীরসাগর জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে রবিবার নরহে এলাকায়।

 

আরো পড়ুন:- ক্ষীর, পনির-সহ মিষ্টিতে ব্যাপক ভেজাল, কীভাবে চিনবেন খাঁটি মিষ্টি? জেনে নি

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

https://twitter.com/daily_khabor/status/1851290897495003493

https://twitter.com/daily_khabor/status/1851289300165660760

https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন